নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আষাঢ়ের প্রথম সকাল। তবু ভ্যাপসা গরম উপেক্ষা করে চারুকলার বকুলতলায় ভোরে শুরু হলো বর্ষাকে আবাহন। বর্ষা উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে বর্ষাকে স্বাগত জানানোর এই উৎসব শুরু হলো শিল্পী সোহানী মজুমদারের সেতারবাদনে ‘রাগ আহীর ভৈরব’ পরিবেশনের মধ্য দিয়ে।
গান, নৃত্য, আবৃত্তি আর কথন দিয়ে সাজানো অনুষ্ঠানে একের পর এক চলতে থাকে পরিবেশনা। আয়োজনে বর্ষা নিয়ে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। শিল্পী ইয়াসমিন মুশতারি ‘রিমঝিম ঘন ঘন রে বরষে’, সালাউদ্দিন আহমেদ ‘বরষা এলো ঐ বরষা’, বিজন চন্দ্র মিস্ত্রী ‘শাওন আসিল ফিরে সে ফিরে এলো না’, নবনীতা জাইদ চৌধুরী ‘শ্যামা তন্বী আমি মেঘ বরণা’, অনিমা রায় ‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান’, শামা রহমান ‘মেঘের পরে মেঘ জমেছে আঁধার পরে আসে’, মকবুল হোসেন ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’, ফেরদৌসী কাকলি ‘গহন রাতে শ্রাবণ ধারা’ পরিবেশন করেন। বিমান চন্দ্র বিশ্বাস ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি রে’ লোকসংগীত গেয়ে শোনান। শ্রাবণী গুহ রায় বিখ্যাত ‘কে যাস রে ভাটি গাঙ বাইয়া’ গানটি করেন।
আবৃত্তি পরিবেশন করেন নায়লা তারাননুম চৌধুরী কাকলি, আহসান উল্লাহ তমাল। আবৃত্তি, সংগীত ও নৃত্যের কোলাজ পরিবেশন করে শিল্পবৃত্ত।
এ ছাড়া দলীয় সংগীত পরিবেশনা ছিল সুর বিহার, বহ্নিশিখা, সুর নন্দন ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সদস্যদের। দলীয় নৃত্য পরিবেশন করে ধৃতি নর্তনালয়, নৃত্যাক্ষ, স্পন্দন, বেনুকা ললিতকলা কেন্দ্র, সিনথিয়া একাডেমি অব আর্টস এবং নৃত্যম।
বর্ষা কথন পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী কাজী মিজানুর রহমান।
এবারের ঘোষণা পাঠ করেন বর্ষা উৎসব উদ্যাপন পরিষদের সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। তিনি বলেন, সভ্যতার দম্ভ ও প্রকৃতির ঔদার্যের মধ্যে বৈরিতা মানব-অস্তিত্বের জন্য তৈরি করছে হুমকি। প্রকৃতি আজ মানবের কাছে দাবি করছে সংবেদনশীলতা ও সহমর্মিতা। জীবনযাপন ও প্রকৃতির মধ্যে সমঝোতা তৈরি ছাড়া মানবের মুক্তির ভিন্ন পথ নেই।
মানজার চৌধুরী সুইট আরও বলেন, অনন্তকালের বাণী নিয়ে আজকের বর্ষাবন্দনায় প্রকৃতির সঙ্গে মানবের মিলনের প্রত্যয় নিয়ে আমরা মুখরিত হই গীতি-কবিতা-নৃত্যচ্ছন্দে। বর্ষার মিলনপিয়াসী মানস আমাদের সচকিত করে মানবসমাজে সৃষ্ট ঘৃণা-বিদ্বেষ-সংঘাত রোধে। ফিলিস্তিনসহ দেশে দেশে এবং স্বদেশে। বর্ষার জলধারায় সিক্ত হোক সবার জীবন, হোক আনন্দময় ও কল্যাণব্রতী।
আয়োজনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি লেখক ও গবেষক অধ্যাপক ড. নিগার চৌধুরী। সঞ্চালনায় ছিলেন নুসরাত ইয়াসমিন রুম্পা। এ ছাড়া প্রতিকীভাবে ধরিত্রীকে সবুজ করার লক্ষ্যে শিশু-কিশোরদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আষাঢ়ের প্রথম সকাল। তবু ভ্যাপসা গরম উপেক্ষা করে চারুকলার বকুলতলায় ভোরে শুরু হলো বর্ষাকে আবাহন। বর্ষা উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে বর্ষাকে স্বাগত জানানোর এই উৎসব শুরু হলো শিল্পী সোহানী মজুমদারের সেতারবাদনে ‘রাগ আহীর ভৈরব’ পরিবেশনের মধ্য দিয়ে।
গান, নৃত্য, আবৃত্তি আর কথন দিয়ে সাজানো অনুষ্ঠানে একের পর এক চলতে থাকে পরিবেশনা। আয়োজনে বর্ষা নিয়ে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। শিল্পী ইয়াসমিন মুশতারি ‘রিমঝিম ঘন ঘন রে বরষে’, সালাউদ্দিন আহমেদ ‘বরষা এলো ঐ বরষা’, বিজন চন্দ্র মিস্ত্রী ‘শাওন আসিল ফিরে সে ফিরে এলো না’, নবনীতা জাইদ চৌধুরী ‘শ্যামা তন্বী আমি মেঘ বরণা’, অনিমা রায় ‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান’, শামা রহমান ‘মেঘের পরে মেঘ জমেছে আঁধার পরে আসে’, মকবুল হোসেন ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’, ফেরদৌসী কাকলি ‘গহন রাতে শ্রাবণ ধারা’ পরিবেশন করেন। বিমান চন্দ্র বিশ্বাস ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি রে’ লোকসংগীত গেয়ে শোনান। শ্রাবণী গুহ রায় বিখ্যাত ‘কে যাস রে ভাটি গাঙ বাইয়া’ গানটি করেন।
আবৃত্তি পরিবেশন করেন নায়লা তারাননুম চৌধুরী কাকলি, আহসান উল্লাহ তমাল। আবৃত্তি, সংগীত ও নৃত্যের কোলাজ পরিবেশন করে শিল্পবৃত্ত।
এ ছাড়া দলীয় সংগীত পরিবেশনা ছিল সুর বিহার, বহ্নিশিখা, সুর নন্দন ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সদস্যদের। দলীয় নৃত্য পরিবেশন করে ধৃতি নর্তনালয়, নৃত্যাক্ষ, স্পন্দন, বেনুকা ললিতকলা কেন্দ্র, সিনথিয়া একাডেমি অব আর্টস এবং নৃত্যম।
বর্ষা কথন পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী কাজী মিজানুর রহমান।
এবারের ঘোষণা পাঠ করেন বর্ষা উৎসব উদ্যাপন পরিষদের সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। তিনি বলেন, সভ্যতার দম্ভ ও প্রকৃতির ঔদার্যের মধ্যে বৈরিতা মানব-অস্তিত্বের জন্য তৈরি করছে হুমকি। প্রকৃতি আজ মানবের কাছে দাবি করছে সংবেদনশীলতা ও সহমর্মিতা। জীবনযাপন ও প্রকৃতির মধ্যে সমঝোতা তৈরি ছাড়া মানবের মুক্তির ভিন্ন পথ নেই।
মানজার চৌধুরী সুইট আরও বলেন, অনন্তকালের বাণী নিয়ে আজকের বর্ষাবন্দনায় প্রকৃতির সঙ্গে মানবের মিলনের প্রত্যয় নিয়ে আমরা মুখরিত হই গীতি-কবিতা-নৃত্যচ্ছন্দে। বর্ষার মিলনপিয়াসী মানস আমাদের সচকিত করে মানবসমাজে সৃষ্ট ঘৃণা-বিদ্বেষ-সংঘাত রোধে। ফিলিস্তিনসহ দেশে দেশে এবং স্বদেশে। বর্ষার জলধারায় সিক্ত হোক সবার জীবন, হোক আনন্দময় ও কল্যাণব্রতী।
আয়োজনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি লেখক ও গবেষক অধ্যাপক ড. নিগার চৌধুরী। সঞ্চালনায় ছিলেন নুসরাত ইয়াসমিন রুম্পা। এ ছাড়া প্রতিকীভাবে ধরিত্রীকে সবুজ করার লক্ষ্যে শিশু-কিশোরদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে