Ajker Patrika

সরকারি হাসপাতালে ন্যাচারাল মেডিসিন সেবা নিচ্ছেন ২৫ ভাগ রোগী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি হাসপাতালে ন্যাচারাল মেডিসিন সেবা নিচ্ছেন ২৫ ভাগ রোগী 

নিরাপদ চিকিৎসায় দেশে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে ন্যাচারাল মেডিসিন। বেসরকারির পাশাপাশি সরকারি হাসপাতালেও এই চিকিৎসার পরিধি বাড়ছে। বর্তমানে সরকারি হাসপাতালেই ২৫ শতাংশ রোগী এই সেবা নিচ্ছেন। 

ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের সম্মানে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত বাংলাদেশ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিইউএমএ) ইফতার মাহফিলে আজ শুক্রবার এসব কথা জানান চিকিৎসকেরা। 

চিকিৎসকেরা বলেন, দেশের সরকারি হাসপাতালে ইউনানি ও আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট চিকিৎসকেরা বেশ সুনামের সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ব্যক্তিগত চেম্বার ও বিভিন্ন ফার্মাসিউটিক্যালসেও রাখছে বড় অবদান। 

বক্তারা বলেন, সরকারের অলটারনেটিভ মেডিকেল কেয়ারের আওতায় বিভিন্ন মেডিকেল কলেজ, উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালে আছেন চার শতাধিক চিকিৎসক। দেশের সরকারি হাসপাতালে ২৫ ভাগ রোগীই নিচ্ছেন এই সেবা। পার্শ্বপ্রতিক্রিয়া কম হওয়ায় দিনদিন ন্যাচারাল মেডিসিনের কদর আরও বাড়ছে বলেও জানান তাঁরা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন ড. চৌধুরী মাহমুদ হাসান। 

অনুষ্ঠানে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের হয়রানি বন্ধে স্বতন্ত্র কাউন্সিল গঠনসহ ইউনানি ও আয়ুর্বেদিক আইন পাস করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত