নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে আজ শনিবার বিকেলে অগ্নি নির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। ৭ নম্বর ভবন পরিচালনা কমিটির উদ্যোগে এই মহড়া অনুষ্ঠিত হয়। বহুতল ভবনে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে করণীয় এবং উদ্ধারকাজ পরিচালনা হাতেকলমে শেখানো হয় এই মহড়ার মাধ্যমে।
৭ নম্বর ভবন পরিচালনা কমিটির সভাপতি ওয়ারেস হোসেন জানান, আজিমপুর ‘বি’ জোনে ২৩টি বহুতল (২০ তলা বিশিষ্ট) বহুতল আবাসিক ভবন রয়েছে। এসব ভবনে আগুন লাগলে বসবাসকারীরা কীভাবে তা নেভাবেন সেটি হাতে-কলমে শেখানোর জন্য মহড়ার আয়োজন করা হয়। এই মহড়ার মাধ্যমে অর্জিত জ্ঞান যাতে বাস্তবে ব্যবহার করা যায় সে জন্য এই আয়োজন। তিনি বলেন, ‘অগ্নিনির্বাপণ মহড়া প্রতিটি বহুতল ভবনের জন্য আবশ্যিক। তিনি এই মহড়ার ধারাবাহিকতায় অন্যান্য ভবনেও আয়োজন করা হবে।’
জানা গেছে, আজিমপুর কলোনির ২৩টি ভবনের বসবাসকারীদের অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য ৭ নম্বর ভবনে পরিপূর্ণ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তর, পলাশি ফায়ার স্টেশন ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন যৌথভাবে এ মহড়ার আয়োজন করে।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনির্বাপণের সব ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে ভবনের বাসিন্দাদের হাতে-কলমে আগুন নেভানো ও উদ্ধারের প্রশিক্ষণ দেওয়া হয়।ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদের নেতৃত্বে অর্ধশতাধিক ফায়ার ফাইটার মহড়ায় অংশ নেন। কলোনির চার-পাঁচ শতাধিক বাসিন্দা মহড়ায় প্রশিক্ষণ নেন।
মহড়ায় অগ্নিনির্বাপণের পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় করণীয়, ইমারজেন্সি সিঁড়ি ব্যবহার, অগ্নি নির্বাপকের ব্যবহার, আহতদের উদ্ধার, চিকিৎসা এবং বহুতল ভবন থেকে আটকে পড়াদের উদ্ধার প্রক্রিয়া দেখানো হয়।
পুরান ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে আজ শনিবার বিকেলে অগ্নি নির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। ৭ নম্বর ভবন পরিচালনা কমিটির উদ্যোগে এই মহড়া অনুষ্ঠিত হয়। বহুতল ভবনে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে করণীয় এবং উদ্ধারকাজ পরিচালনা হাতেকলমে শেখানো হয় এই মহড়ার মাধ্যমে।
৭ নম্বর ভবন পরিচালনা কমিটির সভাপতি ওয়ারেস হোসেন জানান, আজিমপুর ‘বি’ জোনে ২৩টি বহুতল (২০ তলা বিশিষ্ট) বহুতল আবাসিক ভবন রয়েছে। এসব ভবনে আগুন লাগলে বসবাসকারীরা কীভাবে তা নেভাবেন সেটি হাতে-কলমে শেখানোর জন্য মহড়ার আয়োজন করা হয়। এই মহড়ার মাধ্যমে অর্জিত জ্ঞান যাতে বাস্তবে ব্যবহার করা যায় সে জন্য এই আয়োজন। তিনি বলেন, ‘অগ্নিনির্বাপণ মহড়া প্রতিটি বহুতল ভবনের জন্য আবশ্যিক। তিনি এই মহড়ার ধারাবাহিকতায় অন্যান্য ভবনেও আয়োজন করা হবে।’
জানা গেছে, আজিমপুর কলোনির ২৩টি ভবনের বসবাসকারীদের অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য ৭ নম্বর ভবনে পরিপূর্ণ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তর, পলাশি ফায়ার স্টেশন ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন যৌথভাবে এ মহড়ার আয়োজন করে।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনির্বাপণের সব ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে ভবনের বাসিন্দাদের হাতে-কলমে আগুন নেভানো ও উদ্ধারের প্রশিক্ষণ দেওয়া হয়।ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদের নেতৃত্বে অর্ধশতাধিক ফায়ার ফাইটার মহড়ায় অংশ নেন। কলোনির চার-পাঁচ শতাধিক বাসিন্দা মহড়ায় প্রশিক্ষণ নেন।
মহড়ায় অগ্নিনির্বাপণের পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় করণীয়, ইমারজেন্সি সিঁড়ি ব্যবহার, অগ্নি নির্বাপকের ব্যবহার, আহতদের উদ্ধার, চিকিৎসা এবং বহুতল ভবন থেকে আটকে পড়াদের উদ্ধার প্রক্রিয়া দেখানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি-পুলিশ। আজ রোববার বরিশাল থেকে সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
৪১ মিনিট আগেনাগরিক ঐক্যের যশোরের বাঘারপাড়ার উপজেলা কমিটির সদস্যসচিব হয়েছেন মেহজাবিন জান্নাত অনন্যা। তিনি জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূলের মেয়ে। তবে এর মধ্যে নিজের বাবার মতাদর্শের বাইরে রাজনীতি নিয়ে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কমিটি থেকে অব্যাহতি নেন তিনি।
১ ঘণ্টা আগেরোহিঙ্গা সংকট নিরসনে টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়েজ টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। প্রথম দিনে রোহিঙ্গা প্রতিনিধিদের মতামত নেওয়া হয়।
১ ঘণ্টা আগেরোগী ও স্থানীয়দের চলাচলের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা সংস্কার ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোববার (২৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে হাসপাতাল ফটকের সামনে সচেতন তরুণ সমাজের ব্যানারে মানববন্ধন করে তাঁরা এ দাবি জানান।
১ ঘণ্টা আগে