Ajker Patrika

আন্দোলনে ঢাকার সিএনজি চালকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্দোলনে ঢাকার সিএনজি চালকেরা

দশ দফা দাবিতে আন্দোলনে নেমেছে ঢাকার সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়। 

তাঁদের দাবির মধ্যে রয়েছে-ঢাকার অটোরিকশা চালকদের নিবন্ধন দেওয়ার নামে ৩ হাজার ১৯৬ জন চালকের কাছ থেকে আবেদনসহ ৫০ টাকা করে সংগ্রহ করা হয়েছ, এর দ্রুত বাস্তবায়ন করতে হবে; ইয়েস পার্কিং না দেওয়ার আগে নো পার্কিং বন্ধ রাখতে হবে; ঢাকায় আরও পরিবেশবান্ধব টয়লেট নির্মাণ করতে হবে, এ ক্ষেত্রে প্রতিটি উড়াল সেতুর নিচে পড়ে থাকা জায়গাকে বেছে নেওয়ার দাবি তাঁদের; মহাসড়কগুলোতে দুর্ঘটনা কমাতে আধুনিক ডিভাইডার তৈরি করতে হবে; দুর্ঘটনা কমাতে জেব্রা ক্রসিং স্পিড ব্রেকারসহ রাস্তার সব অ্যারো চিহ্ন দৃশ্যমান ও রঙিন করতে হবে; রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষে তা গাড়ি চালানোর উপযোগী করে রাখতে হবে। 

মানববন্ধনে জানানো হয়, এই দাবি না মানলে সড়ক ও সেতুমন্ত্রীর কাছে তাঁরা স্মারকলিপি দেবেন। তাতেও কাজ না হলে ঢাকা অবরোধের মতো কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয় মানববন্ধন থেকে। 

সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ হানিফ আজকের পত্রিকাকে জানান, রাজধানীকে বাসযোগ্য ও আরামদায়ক করতে হলে সিএনজি চালকদেরকেও গুরুত্ব দিতে হবে। নতুন চালকদের ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ দিতে হবে। নাগরিক হিসেবে প্রাপ্ত মর্যাদার স্বীকৃতি দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত