নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) খসড়া নীতিমালার কয়েকটি ধারা সংবিধান পরিপন্থী ও পরস্পরবিরোধী। খসড়া কয়েকটি ধারায় আইনের ইচ্ছামতো ব্যাখ্যা, অপব্যবহার এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সুযোগ আছে, যা জনগণের কণ্ঠরোধে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ রোববার সকালে ভার্চুয়ালি আয়োজিত ‘দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্লাটফর্মস ২০২১’ শীর্ষক খসড়া নীতিমালার ওপর মতামত দেয় টিআইবি। সেখানে বিষয়গুলো উপস্থাপন করা হয়। টিআইবির পক্ষ থেকে মতামত তুলে ধরেন টিআইবির আউটরিচ কমিউনিকেশনের পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম।
মতামতে টিআইবি বলছে, এই খসড়ায় অস্পষ্টতা রয়েছে। ধারা ১-এ বলা হয়েছে, ডিজিটাল মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ওটিটি প্লাটফর্মসমূহের কনটেন্ট নিয়ন্ত্রণ ও তদারক করাই হবে খসড়া নীতিমালার মূল উদ্দেশ্য। আবার ধারা ১ (৩)-এ বলা হয়েছে যে, এটি মূলত ইন্টারনেটভিত্তিক সেবা প্রদানকারী, যারা অনলাইনে কনটেন্ট, সেবা অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশন সাপোর্ট প্রদান করবে তাদের জন্য প্রযোজ্য হবে। অথচ খসড়া নীতিমালায় ইন্টারনেটভিত্তিক সেবা প্রদানকারী, ‘সেবা’ অথবা ‘অ্যাপ্লিকেশন’-এর মতো শব্দগুলোর সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। ফলে এর প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মর্জির ওপর নির্ভর করতে হবে।
এ ছাড়া নীতিমালাটি কার্যকর হওয়ার সময় নিয়ে প্রশ্ন তুলছে টিআইবি। সংগঠনটি বলছে, নীতিমালাটি কার্যকরভাবে প্রয়োগের ক্ষেত্রে অন্তত দুই বছর সময় দেওয়া উচিত, যাতে করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের অভ্যন্তরীণ নীতিমালা, পরিচালন পদ্ধতি ও প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে সক্ষম হয়। এ ক্ষেত্রে বিটিআরসির অভ্যন্তরীণ প্রস্তুতি ও আধুনিকায়নেও সময় জরুরি।
খসড়ায় কনটেন্ট অপসারণ সংক্রান্ত বিধানটিকে অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে টিআইবি জানায়, সাংবিধানিক অধিকারের দৃষ্টিকোণ থেকে, অনলাইন কনটেন্টের নিয়ন্ত্রণ সংবিধানের ৩৯ অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা বাক্ ও মত প্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা আরোপের শামিল, যা ‘সেল্ফ সেন্সরশিপ’ আরোপের পাশাপাশি অনেক যৌক্তিক কনটেন্ট পরিবেশন থেকেও বিরত রাখার ঘটনা ঘটাবে, যা নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনকে প্রকটতর করে তুলতে পারে।
টিআইবির মতে, খসড়ার ৭.০৩ ধারা অনুযায়ী, বার্তা পরিষেবা প্রদানকারীকে আদালত বা বিটিআরসির নির্দেশে প্রত্যেক সেবা গ্রহণকারী বা ব্যবহারকারীকে যাতে শনাক্ত করা যায়, তার কার্যকর পদ্ধতি নিশ্চিত করতে হবে। বর্তমানে বেশির ভাগ বার্তা পরিষেবা প্রদানকারী মাধ্যমসমূহ মূলত এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু আলোচ্য ধারাটি বলবৎ হলে বার্তা পরিষেবা প্রদানকারীকে এই এনক্রিপশন ব্যবস্থা ভাঙতে হবে। এতে করে জনসাধারণের মৌলিক অধিকার ‘ব্যক্তি গোপনীয়তা’ সরাসরি লজ্জিত হওয়ার সুযোগ অবারিত হবে।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘খসড়ায় ব্যক্তিগত স্বাধীনতা যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে নজর রাখতে হবে। খসড়ায় পরস্পরবিরোধী কিছু ধারা রয়েছে, যা অপপ্রয়োগ এবং ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ থেকে যাচ্ছে। দুই দিক থেকে বার্তা প্রেরক চিহ্নিত করা নিয়মটি বাস্তবায়িত হলে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন হবে। ফলশ্রুতিতে বাংলাদেশ হয়ে যাবে একটি নজরদারিভিত্তিক দেশ।’
ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘যে মাধ্যমগুলোতে অপব্যবহার হচ্ছে, সেটা নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা কখনো সমাধান হতে পারে না। প্রতিটি আইনের মিক্স অবজেকটিভ থাকা উচিত; একদিকে নিয়ন্ত্রণ, অন্যদিকে সুবিধা প্রদান। কিন্তু এই রেগুলেশন গৃহীত হলে সেবাগুলো পাওয়া যাবে না এবং মানুষ সুবিধা থেকে বঞ্চিত হবে।
এ সময় তিনি খাতসংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সহায়তায় নতুন একটি খসড়া প্রণয়নের দাবি জানান। এ ছাড়া বিতর্কিত প্রতিটি ধারার বিষয়ে বিভিন্ন সুপারিশ উপস্থাপনা করেন।
ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) খসড়া নীতিমালার কয়েকটি ধারা সংবিধান পরিপন্থী ও পরস্পরবিরোধী। খসড়া কয়েকটি ধারায় আইনের ইচ্ছামতো ব্যাখ্যা, অপব্যবহার এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সুযোগ আছে, যা জনগণের কণ্ঠরোধে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ রোববার সকালে ভার্চুয়ালি আয়োজিত ‘দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্লাটফর্মস ২০২১’ শীর্ষক খসড়া নীতিমালার ওপর মতামত দেয় টিআইবি। সেখানে বিষয়গুলো উপস্থাপন করা হয়। টিআইবির পক্ষ থেকে মতামত তুলে ধরেন টিআইবির আউটরিচ কমিউনিকেশনের পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম।
মতামতে টিআইবি বলছে, এই খসড়ায় অস্পষ্টতা রয়েছে। ধারা ১-এ বলা হয়েছে, ডিজিটাল মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ওটিটি প্লাটফর্মসমূহের কনটেন্ট নিয়ন্ত্রণ ও তদারক করাই হবে খসড়া নীতিমালার মূল উদ্দেশ্য। আবার ধারা ১ (৩)-এ বলা হয়েছে যে, এটি মূলত ইন্টারনেটভিত্তিক সেবা প্রদানকারী, যারা অনলাইনে কনটেন্ট, সেবা অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশন সাপোর্ট প্রদান করবে তাদের জন্য প্রযোজ্য হবে। অথচ খসড়া নীতিমালায় ইন্টারনেটভিত্তিক সেবা প্রদানকারী, ‘সেবা’ অথবা ‘অ্যাপ্লিকেশন’-এর মতো শব্দগুলোর সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। ফলে এর প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মর্জির ওপর নির্ভর করতে হবে।
এ ছাড়া নীতিমালাটি কার্যকর হওয়ার সময় নিয়ে প্রশ্ন তুলছে টিআইবি। সংগঠনটি বলছে, নীতিমালাটি কার্যকরভাবে প্রয়োগের ক্ষেত্রে অন্তত দুই বছর সময় দেওয়া উচিত, যাতে করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের অভ্যন্তরীণ নীতিমালা, পরিচালন পদ্ধতি ও প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে সক্ষম হয়। এ ক্ষেত্রে বিটিআরসির অভ্যন্তরীণ প্রস্তুতি ও আধুনিকায়নেও সময় জরুরি।
খসড়ায় কনটেন্ট অপসারণ সংক্রান্ত বিধানটিকে অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে টিআইবি জানায়, সাংবিধানিক অধিকারের দৃষ্টিকোণ থেকে, অনলাইন কনটেন্টের নিয়ন্ত্রণ সংবিধানের ৩৯ অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা বাক্ ও মত প্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা আরোপের শামিল, যা ‘সেল্ফ সেন্সরশিপ’ আরোপের পাশাপাশি অনেক যৌক্তিক কনটেন্ট পরিবেশন থেকেও বিরত রাখার ঘটনা ঘটাবে, যা নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনকে প্রকটতর করে তুলতে পারে।
টিআইবির মতে, খসড়ার ৭.০৩ ধারা অনুযায়ী, বার্তা পরিষেবা প্রদানকারীকে আদালত বা বিটিআরসির নির্দেশে প্রত্যেক সেবা গ্রহণকারী বা ব্যবহারকারীকে যাতে শনাক্ত করা যায়, তার কার্যকর পদ্ধতি নিশ্চিত করতে হবে। বর্তমানে বেশির ভাগ বার্তা পরিষেবা প্রদানকারী মাধ্যমসমূহ মূলত এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু আলোচ্য ধারাটি বলবৎ হলে বার্তা পরিষেবা প্রদানকারীকে এই এনক্রিপশন ব্যবস্থা ভাঙতে হবে। এতে করে জনসাধারণের মৌলিক অধিকার ‘ব্যক্তি গোপনীয়তা’ সরাসরি লজ্জিত হওয়ার সুযোগ অবারিত হবে।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘খসড়ায় ব্যক্তিগত স্বাধীনতা যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে নজর রাখতে হবে। খসড়ায় পরস্পরবিরোধী কিছু ধারা রয়েছে, যা অপপ্রয়োগ এবং ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ থেকে যাচ্ছে। দুই দিক থেকে বার্তা প্রেরক চিহ্নিত করা নিয়মটি বাস্তবায়িত হলে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন হবে। ফলশ্রুতিতে বাংলাদেশ হয়ে যাবে একটি নজরদারিভিত্তিক দেশ।’
ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘যে মাধ্যমগুলোতে অপব্যবহার হচ্ছে, সেটা নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা কখনো সমাধান হতে পারে না। প্রতিটি আইনের মিক্স অবজেকটিভ থাকা উচিত; একদিকে নিয়ন্ত্রণ, অন্যদিকে সুবিধা প্রদান। কিন্তু এই রেগুলেশন গৃহীত হলে সেবাগুলো পাওয়া যাবে না এবং মানুষ সুবিধা থেকে বঞ্চিত হবে।
এ সময় তিনি খাতসংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সহায়তায় নতুন একটি খসড়া প্রণয়নের দাবি জানান। এ ছাড়া বিতর্কিত প্রতিটি ধারার বিষয়ে বিভিন্ন সুপারিশ উপস্থাপনা করেন।
লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
৩ মিনিট আগেচট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
৩১ মিনিট আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক–সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝড়ছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াই কাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন কৃষকের
৩২ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)। আজ শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে