Ajker Patrika

বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় রেলওয়ে থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। 

বিমানবন্দর স্টেশনের দায়িত্বরত পুলিশ সদস্য মমিনুল ইসলাম বলেন, ওই যুবক বিমানবন্দর রেলস্টেশনে রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের ট্রেনের নিচে চলে যায়। পরে ট্রেনটি থামলে ট্রেনের নিচ থেকে তাঁকে বের করে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। তাঁর দুই হাতের আঙুলগুলো কাটা পড়ে এবং মাথায় আঘাত লাগে। 

মমিনুল জানান, তাঁর কাছে থাকা মোবাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। ঢাকা মেডিকেলে মৃত আব্দুল্লাহর পরিচিত নার্সিং কর্মকর্তা রুমি আক্তার আব্দুল্লার পরিবার থেকে ফোন পেয়ে জরুরি বিভাগে এসে তাঁর মৃতদেহ শনাক্ত করেন। 

রুমি আক্তার বলেন, আব্দুল্লাহর বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া গ্রামে। বাবার নাম দানেছ আলী। বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকতেন তিনি। ঢাকার একটি বেসরকারি হোমিওপ্যাথি কলেজে পড়তেন আবদুল্লাহ। আব্দুল্লাহর পরিবার থেকে জানতে পারি আজকে টাঙ্গাইল থেকে ঢাকায় আসছিলেন আবদুল্লাহ। পরে দুর্ঘটনার কথা জানতে পারি।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত