Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মে ২০২২, ১২: ২৫
প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা চলছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। দেশের ২৯টি জেলায় এই পরীক্ষা চলছে। বেলা ১১টায় শুরু হওয়া ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। ২২টি জেলার সব উপজেলা এবং ৭টি জেলার কয়েকটি উপজেলায় এক যোগে পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিচ্ছেন প্রায় চার লাখ প্রার্থী। কেন্দ্র সংখ্যা প্রায় ৬০০। 

এদিন সিলেট জেলার পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩ জুন তৃতীয় ধাপের অন্যান্য জেলার সঙ্গে সিলেট জেলার পরীক্ষাও নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

 ৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। আজ দ্বিতীয় ধাপের যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হচ্ছে-রাজশাহী, খুলনা, ফরিদপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর ও বরিশাল। 

এর আগে প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২২ এপ্রিল। এই পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। আর তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। এই নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে আতঙ্কিত প্রার্থীরা। ফরিদপুর জেলার পরীক্ষার্থী শুভ মাহমুদ বলেন, ‘আমরা শুধু চাই এই পরীক্ষার প্রশ্ন যেন ফাঁস না হয়। অনিয়ম না হলেই আমরা খুশি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত