Ajker Patrika

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৫, ১৯: ০২
আটক কিশোর গ্যাং গ্রুপের দুই সদস্য। ছবি: সংগৃহীত
আটক কিশোর গ্যাং গ্রুপের দুই সদস্য। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার ভোরে (২৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ইমরান (৩০) ও বাপ্পী (২৮)।

গতকাল বিকেলে র‍্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য জানান।

সাজ্জাদ হোসেন বলেন, ‘ডি কোম্পানি’ নামের এই কিশোর গ্যাং সম্প্রতি এলাকায় আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের আতঙ্কে এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। বিভিন্ন সময়ে দেশীয় অস্ত্রসহ এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগণের কাছ থেকে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এ ছাড়া তারা নগরীর বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।

অভিযানের সময় তল্লাশি করে দুজনের কাছ থেকে ১৮ কেজি গাঁজা, ১০১ পুরিয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবাসহ দুটি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত