Ajker Patrika

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে (এফইসি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সন্ধ্যায় এই নোটিশ দিয়েছে। তবে এমন সিদ্ধান্তে অসন্তুষ্টির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিতের নোটিশে স্বাক্ষর করেন অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. আলমগীর হোসেন।

সম্প্রতি কলেজ শাখায় ছাত্রদলের কমিটি ঘোষণা করায় ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। তিন দিন ধরে নানা কর্মসূচি পালন করছিলেন তাঁরা।

এর ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা। এ কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতারা বহিরাগতদের নিয়ে মহড়া দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে তাঁরা অভিযোগ করেন।

শিক্ষার্থীদের দাবির মুখে দুপুরে জরুরি একাডেমিক কাম প্রশাসনিক কাউন্সিলের মিটিং ডাকে কলেজ প্রশাসন। পরে সন্ধ্যায় এক নোটিশে জানানো হয়, ‘ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হলো।’ এর ব্যত্যয় ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

এদিকে এই নোটিশ জারি করায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। আসিফ আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা চেয়েছিলাম নিষিদ্ধ, কিন্তু প্রশাসন সেটা না করে স্থগিত করে রেখেছে। এটা কোনো সমাধান হতে পারে না। তাঁরা বলেছেন, নিষিদ্ধ করার ক্ষমতা নেই। তাহলে অন্য কলেজগুলোতে প্রশাসন কীভাবে নিষিদ্ধ ঘোষণা করে থাকে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত