Ajker Patrika

ভুয়া ইন্স্যুরেন্স কোম্পানি খুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৫: ৪২
ভুয়া ইন্স্যুরেন্স কোম্পানি খুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা 

ভুয়া ইন্স্যুরেন্স কোম্পানি খুলে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল একটি চক্র। চক্রটি চাকরির নামে শত শত তরুণ-তরুণীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পেয়েছে র‍্যাব। 

গতকাল সোমবার সাভার থানার শিমুলতলা সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রতারণায় জড়িত চক্রের ১৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কাগজপত্র ও কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৪-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাজহারুল ইসলাম। তিনি জানান, কথিত জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামে একটি ভুয়া রেজিস্ট্রেশনবিহীন আর্থিক কোম্পানি ব্যবসার আড়ালে বিভিন্ন চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আসছিল একটি চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের পাঁচ রিং লিডারসহ নিম্নোক্ত ১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. এরশাদ শেখ (৩১), মো. নাঈম শেখ (২৬), মো. শহিদুল্লাহ (২৩), মো. ইলিয়াস আহম্মেদ (২৫), মো. জামাল উদ্দিন (৫২), মো. জিয়াউর রহমান (২৫), মো. মহসিন কবির (৪২), মো. কামরুল শেখ (১৯), মো. আজিজুল ইসলাম (২০), হুমায়ূন শেখ (২১), মো. রাহাত ওরফে অনিক (১৯), মাওলানা মাইনুদ্দিন (২৩), মো. বারহাম মিয়া (২০), মো. হিজবুল্লাহ (১৯), মো. চাঁন মিয়া (১৯)। 

এই প্রতারক চক্র কথিত জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিভিন্ন পদে ফুলটাইম, পার্টটাইম চাকরির বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপন দেখে চাকরিপ্রত্যাশীরা আবেদন করত। প্রথমে রেজিস্ট্রেশন ফি হিসেবে প্রত্যেকের কাছ থেকে ৫২০ টাকা করে নিত। পরে চাকরির নিশ্চয়তা ও মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে আবারও ১০ থেকে ২০ হাজার টাকা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে পলিসি খুলতে বাধ্য করত। ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারসহ বিভিন্ন পদে ১৮ হাজার ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতনের প্রলোভন দেখানো হতো তাঁদের। চাকরি পাওয়ার পর মাসের পর মাস অফিসে আসা-যাওয়া করে বেতন না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে টাকা ফেরত চাইলে ভয়ভীতি, মারধর এমনকি প্রাণনাশের হুমকি দিতেন চক্রের সদস্যরা। 

এই প্রতারক চক্র এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছে। চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রতারণার দায়ে ঢাকা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত