উত্তরা (ঢাকা) প্রতিনিধি
গত ৫ এপ্রিল (মঙ্গলবার) দৈনিক আজকের পত্রিকায় ‘বৃষ্টি ছাড়াই হাঁটুপানি রাস্তায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর দক্ষিণখানের পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পানি নিষ্কাশনের কাজ হয়েছে।
ডিএনসিসির অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণখান চালাবন এলাকার পানি নিষ্কাশন কাজ চলছে। দু-এক দিনের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে।’
পানি নিষ্কাশনের পরিদর্শনের কাজে থাকা ডিএনসিসির অঞ্চল-৭ এর পরিদর্শক (বর্জ্য) সুমন বলেন, ‘আমরা কয়েক দিন ধরেই ওই এলাকাতে কাজ করছি। কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন প্লট মালিকেরা বাধা দিচ্ছেন। যার কারণে আমাদের কাজের বিঘ্ন ঘটছে। যার কারণে আমাদের কাজ সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না।’
সুমন বলেন, ‘এরই মধ্যে চালাবন এলাকার পানি অনেকটাই নেমে গেছে। আরেকটু কাজ করতে পারলেই বাকি পানি নেমে যাবে।’
শাহ কবীর মাজার রোডের পথচারীরা বলেন, ‘পানি অনেকটাই নেমে গেছে। বাকি পানি নেমে গেলে চলাচলে আর সমস্যা হবে না।’
চালাবনের বায়তুল মাহফুজ জামে মসজিদের মুসল্লিরা বলেন, ‘পানির জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করতে সমস্যা হতো। কারণ ম্যানহোলের নোংরা পানিতে শরীর ও জামাকাপড় নাপাক হয়ে যেত। কাজ শুরু হয়েছে, শেষ হয়ে গেলেই আর এ সমস্যা থাকবে না।’
উল্লেখ্য, ‘বৃষ্টি ছাড়াই হাঁটুপানি রাস্তায়’ শিরোনামে গত ৫ এপ্রিল (মঙ্গলবার) দৈনিক আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ডিএনসিসির ৪৭ নং ওয়ার্ডের আজমপুর টু উত্তরখানের শাহ কবীর মাজার রোডের দক্ষিণখানের চালাবন এলাকার জনদুর্ভোগের কথা তুলে ধরা হয়।
গত ৫ এপ্রিল (মঙ্গলবার) দৈনিক আজকের পত্রিকায় ‘বৃষ্টি ছাড়াই হাঁটুপানি রাস্তায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর দক্ষিণখানের পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পানি নিষ্কাশনের কাজ হয়েছে।
ডিএনসিসির অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণখান চালাবন এলাকার পানি নিষ্কাশন কাজ চলছে। দু-এক দিনের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে।’
পানি নিষ্কাশনের পরিদর্শনের কাজে থাকা ডিএনসিসির অঞ্চল-৭ এর পরিদর্শক (বর্জ্য) সুমন বলেন, ‘আমরা কয়েক দিন ধরেই ওই এলাকাতে কাজ করছি। কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন প্লট মালিকেরা বাধা দিচ্ছেন। যার কারণে আমাদের কাজের বিঘ্ন ঘটছে। যার কারণে আমাদের কাজ সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না।’
সুমন বলেন, ‘এরই মধ্যে চালাবন এলাকার পানি অনেকটাই নেমে গেছে। আরেকটু কাজ করতে পারলেই বাকি পানি নেমে যাবে।’
শাহ কবীর মাজার রোডের পথচারীরা বলেন, ‘পানি অনেকটাই নেমে গেছে। বাকি পানি নেমে গেলে চলাচলে আর সমস্যা হবে না।’
চালাবনের বায়তুল মাহফুজ জামে মসজিদের মুসল্লিরা বলেন, ‘পানির জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করতে সমস্যা হতো। কারণ ম্যানহোলের নোংরা পানিতে শরীর ও জামাকাপড় নাপাক হয়ে যেত। কাজ শুরু হয়েছে, শেষ হয়ে গেলেই আর এ সমস্যা থাকবে না।’
উল্লেখ্য, ‘বৃষ্টি ছাড়াই হাঁটুপানি রাস্তায়’ শিরোনামে গত ৫ এপ্রিল (মঙ্গলবার) দৈনিক আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ডিএনসিসির ৪৭ নং ওয়ার্ডের আজমপুর টু উত্তরখানের শাহ কবীর মাজার রোডের দক্ষিণখানের চালাবন এলাকার জনদুর্ভোগের কথা তুলে ধরা হয়।
আবদুল হালিম বলেন, জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পরতে বাধ্য করা হবে না। তবে শালীনতার বিষয়ে কথা বলা হবে এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা সুরক্ষিত করা হবে।
১ সেকেন্ড আগেবান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় চান্দের গাড়ি উল্টে হ্লায়ইনু মারমা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ পাঁচজন আহত হন। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে মেরাইপাড়াসংলগ্ন পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে ‘একঘরে’ করে রাখা এক দিনমজুর আব্দুল জলিল প্রামাণিককে মারধর করা হয়েছে। এতে তাঁর বাম হাত ভেঙে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। তবে এজাহারে একঘরে করে রাখার বিষয়টি উল্লেখ নেই।
১১ মিনিট আগেজুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে নির্বাচনের দিকে এগোনো সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৩১ মিনিট আগে