Ajker Patrika

ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতা-কর্মীকে আদালতে পাঠাল পুলিশ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৪: ১৫
ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতা-কর্মীকে আদালতে পাঠাল পুলিশ

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় শুক্রবার হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আটক ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানার পুলিশ।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রলীগের নেতা মো. নাজিম উদ্দিনের করা মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৪০ থেকে ১৫০ জনকে।

ছাত্র অধিকার পরিষদ গ্রেপ্তার হওয়া ২৪ জনের মধ্যে ২২ জনের নাম জানিয়েছে। তাঁরা হলেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, এইচ এম রুবেল, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, মামুনুর রশীদ মামুন, সহসম্পাদক পারভেজ মাহমুদ, সদস্য তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হুসাইন, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, কর্মী সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, সহসাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারী, পল্টন থানার সদস্য মো. রাকিব, ডেমরা থানার সদস্য আরিফুর রহমান আরিফ, ঢাকা কলেজ শাখার সাবেক সহসভাপতি মো. রাকিব, সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, কুমিল্লা মহানগর সভাপতি মো. ওয়ালিউল্লাহ ও সোহরাওয়ার্দী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাওসার। বাকি দুজনের নাম জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘গতকাল (শুক্রবার) সংঘর্ষের ঘটনায় মো. নাজিম উদ্দিন নামে এক ছাত্রলীগ নেতা ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার ভিত্তিতে যাচাইবাছাই ও জিজ্ঞাসাবাদ করে ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত