Ajker Patrika

রূপগঞ্জের ঘটনায় ৪৮ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২১, ১০: ৫১
রূপগঞ্জের ঘটনায় ৪৮ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন   

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ঘটনায় ৪৮ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে ৪৮টি মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগের চিকিৎসকেরা।

ময়নাতদন্ত শেষে ঢামেক ফরেনসিক বিভাগের প্রভাষক ডা, প্রদীপ বিশ্বাস বলেন, ৪৮টি মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মৃতদেহ পোড়া ছিল। এদের মধ্যে মেয়ের সংখ্যা বেশি। কয়েকটি লাশ এতটাই পোড়া ছিল যে ছেলে না মেয়ে বোঝা যায়নি। তবে আমরাও লাশগুলো থেকে ডিএনএ নমুনার জন্য হাড় সংগ্রহ করেছি। 

আগে মৃতদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে রূপগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সালেহ উদ্দিন আহমেদ জানান, এখন পর্যন্ত ৪৮ জনের সুরতহাল করেছি। আমরা ৪৮টা ব্যাগে মৃতদেহ পেয়েছি। একটি ব্যাগে দুইটা খণ্ড থাকলেও সুরতহাল ৪৮ মৃতদেহের করা হয়েছে। যদি ডিএনএ টেস্টে আলাদা দুটি ডেডবডি হয়, পরবর্তী সময়ে আলাদা সুরতহাল করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত