নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে স্বজনের মৃত্যুতে মানুষের আহাজারি মনে হয় কেউ শুনতে পাচ্ছে না। সমন্বিত একটা ব্যবস্থা নেন। মানুষের আর্তনাদটা একটু শোনেন। মানুষের জীবন রক্ষার জন্য এগিয়ে আসুন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারের প্রতি এ অনুরোধ জানান জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল পাসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন এমপি পীর ফজলুর রহমান।
নিজে দুবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জানিয়ে পীর ফজলুর রহমান বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গুতে মৃত্যু ছয় শতাধিক। সারা দেশে মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণ স্থানীয় সরকারের কাজ। স্থানীয় সরকার পুরো দায়িত্ব নিচ্ছে না। তারা বলছে, চিকিৎসার দায়িত্ব স্বাস্থ্যের।’
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে যৌথ উদ্যোগ নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করার আহ্বান জানান জাপার এই এমপি।
সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সপ্তাহের ব্যবধানে ভাই-বোনের মৃত্যুর কথা তুলে ধরে পীর ফজলুর রহমান বলেন, ‘সেদিন এক পরিবারের দুইটা শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। দুইটা মাছুম বাচ্চা, ভাই-বোন মারা গেল। এই আহাজারি, এই কান্না আমার মনে হচ্ছে কেউ শুনতে পাচ্ছেন না। এটি ভয়াবহ।’
বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে অবৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে বলে উল্লেখ করেন জাপার এই সংসদ সদস্য। তিনি এই কাজে কীটতত্ত্ববিদদের যুক্ত করার দাবি জানান।
এর আগে বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল পাসের জন্য সংসদে তোলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলে বলা হয়েছে, বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল নামে একটি কাউন্সিল প্রতিষ্ঠা করা হবে। দেশি ও বিদেশি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই আইনের অধীনে অ্যাক্রেডিটেশন দেওয়া হবে। অ্যাক্রেডিটেশন সনদের মেয়াদ হবে পাঁচ বছর।
ডেঙ্গুতে স্বজনের মৃত্যুতে মানুষের আহাজারি মনে হয় কেউ শুনতে পাচ্ছে না। সমন্বিত একটা ব্যবস্থা নেন। মানুষের আর্তনাদটা একটু শোনেন। মানুষের জীবন রক্ষার জন্য এগিয়ে আসুন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারের প্রতি এ অনুরোধ জানান জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল পাসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন এমপি পীর ফজলুর রহমান।
নিজে দুবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জানিয়ে পীর ফজলুর রহমান বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গুতে মৃত্যু ছয় শতাধিক। সারা দেশে মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণ স্থানীয় সরকারের কাজ। স্থানীয় সরকার পুরো দায়িত্ব নিচ্ছে না। তারা বলছে, চিকিৎসার দায়িত্ব স্বাস্থ্যের।’
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে যৌথ উদ্যোগ নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করার আহ্বান জানান জাপার এই এমপি।
সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সপ্তাহের ব্যবধানে ভাই-বোনের মৃত্যুর কথা তুলে ধরে পীর ফজলুর রহমান বলেন, ‘সেদিন এক পরিবারের দুইটা শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। দুইটা মাছুম বাচ্চা, ভাই-বোন মারা গেল। এই আহাজারি, এই কান্না আমার মনে হচ্ছে কেউ শুনতে পাচ্ছেন না। এটি ভয়াবহ।’
বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে অবৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে বলে উল্লেখ করেন জাপার এই সংসদ সদস্য। তিনি এই কাজে কীটতত্ত্ববিদদের যুক্ত করার দাবি জানান।
এর আগে বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল পাসের জন্য সংসদে তোলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলে বলা হয়েছে, বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল নামে একটি কাউন্সিল প্রতিষ্ঠা করা হবে। দেশি ও বিদেশি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই আইনের অধীনে অ্যাক্রেডিটেশন দেওয়া হবে। অ্যাক্রেডিটেশন সনদের মেয়াদ হবে পাঁচ বছর।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে