Ajker Patrika

নরসিংদীতে করোনায় একদিনে আক্রান্ত ২২

প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীতে করোনায় একদিনে আক্রান্ত ২২

নরসিংদীতে গত একদিনে আরও ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২০৫ জন।

আজ শুক্রবার বিকালে এ তথ্য জানিয়েছেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলার ১০৮ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়েছিল। শুক্রবার পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলার ১৮ জন, বেলাবতে ২ জন ও মনোহরদীতে ১ জন। এছাড়া রায়পুরা হাসপাতালে রেপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১ জনের করোনা পজেটিভ আসে।  

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এপর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ২০ হাজার ৯২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৩ জন, শিবপুরে ৩০১ জন, পলাশে ৩৪৭ জন, মনোহরদীতে ১৯১ জন, বেলাবতে ১৬৪ জন ও রায়পুরায় ১৯১ জন রয়েছে। করোনাভাইরাসে মারা গেছে, ৫৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৯ জন, পলাশে ৩ জন, বেলাবতে ৬ জন, রায়পুরায় ৭ জন, মনোহরদীতে ২ জন ও শিবপুরে ৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত