Ajker Patrika

জমি নিয়ে সংঘর্ষের আহত ২০ জন

প্রতিনিধি, জাজিরা (শরীয়তপুর)
জমি নিয়ে সংঘর্ষের আহত ২০ জন

শরীয়তপুরের জাজিরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ কনস্টেবলসহ প্রায় ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কাজীরহাট বাসস্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে উভয় পক্ষ জাজিরা থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আলীম ব্যাপারী ৪৬ নং দক্ষিণ ডুবলদিয়া মৌজায় হাতেম আলী ব্যাপারীর কাছ থেকে শরীয়তপুর-১ আসনের সাবেক সাংসদ বিএম মোজাম্মেল হকের পূর্বে ক্রয়কৃত ৩৬ শতাংশ জমি ক্রয় করেন। উক্ত জমি নিয়েই দুই পক্ষের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।

গতকাল শনিবার সকাল ১০.০০টায় আবদুল আলীম ব্যাপারীর লোকজন উক্ত জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ ফজলুল হক টেপার লোকজন বাঁধা দেয়। ফলে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয় এবং সংঘর্ষ বেঁধে যায়। উক্ত সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবলসহ প্রায় ২০ জন আহত হয়।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আলীম ব্যাপারীর পক্ষের জাজিরা থানার অভিযোগ সূত্রে জানা যায়, তাঁরা জমিটি ক্রয় করা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ উক্ত জমিতে দেয়াল তুলতে গেলে তাঁদেরকে বাঁধা দেওয়া হয়। যা নিয়ে গত কিছুদিন আগে বর্তমান সাংসদ একটি সালিসি-বৈঠকের মাধ্যমে বিষয়টির মীমাংসা করে। পরে পুনরায় দেয়াল তুলতে গেলে বাঁধা দেওয়ার এই সংঘর্ষ বাঁধে।

এ বিষয়ে ফজলুল হক টেপা আজকের পত্রিকাকে জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আলীম ব্যাপারী দক্ষিণ ডুবলদিয়া মৌজায় ৩৬ শতাংশ জমি ক্রয় করে। দীর্ঘদিন যাবৎ সেখানে থাকা চারপাশের অন্যান্য জমি বাড়িয়ে আমাদের অনেকগুলো জমিসহ প্রায় ৫১ শতাংশ জমি সে জোড়পূর্বক দখল করে আসছে। পুনরায় উক্ত জমি দখল করতে আসলে এই সংঘর্ষ বাঁধে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি শুধু তাঁর দুজন কনস্টেবল সামান্য আহত হয়েছেন বলে জানান। বিস্তারিত জানার জন্য থানায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত