Ajker Patrika

হরতাল-অবরোধে রাজধানীতে ৬৪ গাড়িতে আগুন: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৭: ৪৫
হরতাল-অবরোধে রাজধানীতে ৬৪ গাড়িতে আগুন: ডিএমপি

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে রাজধানীতে ৬৪টি যানবাহনে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার সময় হাতেনাতে ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে কেউ যাত্রীবেশে গাড়িতে উঠে বা নিচে থেকে অগ্নিসংযোগ করে। 

আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন এসব তথ্য জানান। 

খ. মহিদ উদ্দিন বলেন, যে দল কর্মসূচি ঘোষণা করেছে, সে দলের অঙ্গসংগঠনের সঙ্গে তারা জড়িত। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম না করার আহ্বান জানান তিনি। 

খ. মহিদ উদ্দিন আরও বলেন, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর হরতাল ও তিন দফা অবরোধে সারা দেশেই গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের ঘটনায় গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে আগুনে পুড়ে নাঈম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়। দগ্ধ হন রবিউল ইসলাম (২৫) নামের আরেক যুবক। তাঁরা দুজনই অছিম পরিবহন চালকের সহকারী ছিলেন। 

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের কোনো আপত্তি নেই উল্লেখ করে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে গাড়িতে আগুন দিয়ে জানমালের ক্ষতি বরদাশত করা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত