Ajker Patrika

শ্রীপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
গ্রেপ্তার আরিফুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার আরিফুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে থানায় মামলা করেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রাম থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে শ্রীপুর থানা-পুলিশ।

ভুক্তভোগী (১৩) স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার মো. আরিফুল ইসলাম আরিফ (৩০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. কামাল হোসেনের ছেলে।

ভুক্তভোগীর দাদা জানান, অভিযুক্ত ব্যক্তির কাছে ওই ছাত্রী প্রাইভেট পড়ে। ওই শিক্ষক কৌশলে গত ২৮ জুন ছাত্রীকে প্রাইভেট পড়ানোর কথা বলে ডেকে নিয়ে একটি মাদ্রাসার কক্ষে ধর্ষণ করেন। বিষয়টি দুদিন পর স্বজনদের জানায় ভুক্তভোগী। পরে গতকাল বুধবার এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বুধবার ভুক্তভোগী কিশোরী ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্কুলশিক্ষককে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে গ্রেপ্তার স্কুলশিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত