নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ ৪ দফা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চাল, ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা; ন্যায্যমূল্যের দোকান চালু করা ও সিন্ডিকেট দৌরাত্ম্য বন্ধ করা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রমজানের আগেই বর্তমানে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে, রমজান মাসে দাম বাড়বে না। কিন্তু বাজারে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত বাড়ছে জিনিসপত্রের দাম।
বক্তারা আরও বলেন, সরকার এক কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনার কথা বলছে। কিন্তু মাত্র এক কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনলে সমস্যার সমাধান হবে না। শ্রমজীবী সবাইকে এই রেশনিং ব্যবস্থার আওতায় আনতে হবে। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা টিসিবির ট্রাকের সংখ্যা সারা দেশে বাড়াতে হবে ৷ তা না হলে শ্রমজীবীদের দুঃখ-দুর্দশা লাঘব হবে না।
অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে তাঁরা আরও বলেন, বাজার সিন্ডিকেট না ভাঙতে পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না। সরকার দেশের মানুষের দুঃখ-দুর্দশার কথা ভাবে না। তাই বিরোধী দলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে আন্দোলন করে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী বজলুর রশিদ ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মাসুদ রানা।
বিক্ষোভ সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
দেশের শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ ৪ দফা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চাল, ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা; ন্যায্যমূল্যের দোকান চালু করা ও সিন্ডিকেট দৌরাত্ম্য বন্ধ করা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রমজানের আগেই বর্তমানে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে, রমজান মাসে দাম বাড়বে না। কিন্তু বাজারে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত বাড়ছে জিনিসপত্রের দাম।
বক্তারা আরও বলেন, সরকার এক কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনার কথা বলছে। কিন্তু মাত্র এক কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনলে সমস্যার সমাধান হবে না। শ্রমজীবী সবাইকে এই রেশনিং ব্যবস্থার আওতায় আনতে হবে। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা টিসিবির ট্রাকের সংখ্যা সারা দেশে বাড়াতে হবে ৷ তা না হলে শ্রমজীবীদের দুঃখ-দুর্দশা লাঘব হবে না।
অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে তাঁরা আরও বলেন, বাজার সিন্ডিকেট না ভাঙতে পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না। সরকার দেশের মানুষের দুঃখ-দুর্দশার কথা ভাবে না। তাই বিরোধী দলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে আন্দোলন করে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী বজলুর রশিদ ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মাসুদ রানা।
বিক্ষোভ সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪২ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে