Ajker Patrika

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে: ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। আজ রোববার মাদারীপুরের শিবচর উপজেলায়। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। আজ রোববার মাদারীপুরের শিবচর উপজেলায়। ছবি: আজকের পত্রিকা

নাড়ির টানে বাড়ি ফেরা থেমে নেই ঈদের দ্বিতীয় দিনেও। ঢাকা থেকে আজ রোববারও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলামুখী পরিবহনের চাপ দেখা গেছে মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে।

সরেজমিন দেখা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী লেনে বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের চাপ রয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। দূরপাল্লার যাত্রী ছাড়াও ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে এক্সপ্রেসওয়ের শিবচর, পাঁচ্চর, সূর্যনগর, মালিগ্রাম এবং ভাঙ্গা পর্যন্ত আসা যাত্রীদের সংখ্যাও রয়েছে অনেক। যাত্রীরা জানিয়েছেন, ঢাকায় কোরবানি শেষ করে তাঁরা গ্রামের বাড়িতে যাচ্ছেন।

জানা গেছে, ঈদের ছুটিতে গত বুধবার বিকেল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাধারণ মানুষ বাড়ি ফিরতে শুরু করেন। শুক্রবার রাত পর্যন্ত মহাসড়কে দূরপাল্লার বাস, প্রাইভেট কার, মাইক্রোবাসের বাড়তি চাপ ছিল। একই সঙ্গে রাজধানী ঢাকার বিভিন্ন হাটে গরু নিয়ে যাওয়া ট্রাক-পিকআপ ভ্যানেও ফিরতে দেখা গেছে যাত্রীদের। ঈদের দিন গতকাল যাত্রীর চাপ একেবারেই কম ছিল। তবে আজ সকাল থেকে ঘরমুখী চাপ দেখা গেছে আগের মতোই। এ ছাড়া ঢাকাগামী পরিবহনেরও চাপ রয়েছে।

ঈদের আগে যাঁরা বাড়ি এসেছেন, কোরবানি শেষ করে কেউ কেউ ঢাকায় ফিরতে শুরু করেছেন। কেউ আবার আত্মীয়-স্বজনের বাড়িতে কোরবানির পশুর মাংস পৌঁছে দিতে যাচ্ছেন। এতে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজে যাত্রীদের ভিড় দেখা গেছে।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। আজ রোববার মাদারীপুরের শিবচর উপজেলায়। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। আজ রোববার মাদারীপুরের শিবচর উপজেলায়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা থেকে আসা যাত্রী আবুল হাসান বলেন, ‘কোরবানি শেষ করে আজ (রোববার) বাড়ি যাচ্ছি। বিশেষ প্রয়োজনে ঈদের আগে বাড়ি ফিরতে পারিনি।’

বরিশালের উদ্দেশে ব্যক্তিগত গাড়িতে যাওয়া যাত্রী মো. কালাম হোসেন বলেন, ‘ঢাকায় কোরবানি দিয়েছি গতকাল (শনিবার)। আজ পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। দু-এক দিন থাকব।’

এদিকে ঢাকার উদ্দেশে যাওয়া মো. হান্নান বলেন, ‘কোরবানি শেষে ঢাকায় থাকা আত্মীয়ের বাসায় মাংস নিয়ে যাচ্ছি। বিকেলে আবার ফিরে আসব।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ রয়েছে। এখন উভয় লেনেই গাড়ির চাপ দেখা যাচ্ছে। হাইওয়ে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত