হাসান মাতুব্বর (শ্রাবণ), ফরিদপুর
সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে দূরপাল্লার বাস চলাচল একরকম বন্ধ। দুই-একটি লোকাল বাস চললেও যাত্রীরা নিরাপদ মনে করে ট্রেনে ভিড় জমাচ্ছেন। তবে, সেখানেও বিশেষ করে টিকিট কাটা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
গতকাল রোববার সন্ধ্যায় ফরিদপুর স্টেশনে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে এমন চিত্র দেখা যায়। পদ্মা সেতু দিয়ে চলাচল করা এ ট্রেনটি ঠাসাঠাসি যাত্রীতে। চেয়ার না পেয়ে অনেকে দাঁড়িয়ে থেকেই ঢাকায় ছুটে যাচ্ছেন। আবার অনেকে টিকিট না পেয়ে জরিমানা গুনেও ঢাকায় যাচ্ছেন।
রাজবাড়ী থেকে ট্রেনে উঠেছেন শহিদুল নামে এক ব্যক্তি। তিনি বলেন, দূরপাল্লার বাস ছাড়ছে না, লোকাল বাসে দুই-একটি ছাড়লেও ঠিকমতো যাত্রী না হলে ছাড়ে না। ছাড়লেও অনেক সময় লেগে যায়। তা ছাড়া অবরোধে বাসে আগুন-আতঙ্ক রয়েছে। সে ক্ষেত্রে ট্রেনেই নিরাপত্তা আছে।
অন্য এক যাত্রী বলেন, অবরোধের সময়ে ট্রেনযাত্রাই নিরাপদ। কষ্ট হলেও ঢাকায় যেতে হবে। রাজবাড়ী স্টেশন থেকে যথাসময়ে টিকিট পেলেও ঢাকায় দাঁড়িয়ে যাচ্ছি।
এভাবেই অনেকে দুই থেকে তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেই ঢাকায় যাচ্ছেন। চলমান অবরোধে ট্রেনযাত্রাকেই তাঁরা নিরাপদ মনে করছেন।
অবরোধে ট্রেনে নিরাপদ যাত্রা মনে করে ফরিদপুর স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেসে উঠেছেন আতিকুল নামে এক ব্যক্তি। চলন্ত ট্রেনে রাত ৮টার দিকে কথা হয় তাঁর সঙ্গে। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকাল থেকে টিকিটের জন্য কয়েকবার স্টেশনে এসেছি, কিন্তু টিকিট পাওয়া যায়নি। টিকিট কাউন্টার থেকে বলছে টিকিট নেই, সার্ভারে সমস্যা। এগুলো সিন্ডিকেট। এখন জরিমানা গুনে ঢাকায় যাচ্ছি। কেন টিকিট থাকবে না?’
ফরিদপুর স্টেশন থেকে ওঠা অপর এক যাত্রী বলেন, ‘আমার এক স্বজন মুমূর্ষু অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। যেভাবেই হোক ঢাকায় যেতে হবে। তাই এক দিন আগে থেকে অনলাইনে টিকিট নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কোনো টিকিট নেই। স্টেশনে এসে মাস্টারকেও বলেছি। কিন্তু তিনি আমাকে বলেন, সার্ভারে সমস্যার কারণে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, ট্রেনে উঠে যান, টিটি জরিমানা চাইলে জরিমানা দেবেন। কিন্তু নির্ধারিত ভাড়া ফরিদপুর থেকে ঢাকা পর্যন্ত ২৬৫ টাকা হলেও জরিমানা দেখিয়ে ৩৫০ টাকা আদায় করেছে।’
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ফরিদপুর স্টেশন মাস্টার তাকদির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অবরোধে ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে। এ কারণে নির্ধারিত টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। অপর দিকে সার্ভারেও সমস্যা করছে। যে কারণে অনলাইনে টিকিট থাকলেও দেওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।’
উল্লেখ্য, গত ১০ অক্টোবর পদ্মা রেল সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পয়লা নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে তিনটি ট্রেন চলাচল করছে। এর মধ্যে মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গা হয়ে রাজশাহী, সুন্দরবন এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে খুলনা এবং বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে যশোরের বেনাপোল যাচ্ছে। ট্রেনগুলো নির্ধারিত সময়ে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে দূরপাল্লার বাস চলাচল একরকম বন্ধ। দুই-একটি লোকাল বাস চললেও যাত্রীরা নিরাপদ মনে করে ট্রেনে ভিড় জমাচ্ছেন। তবে, সেখানেও বিশেষ করে টিকিট কাটা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
গতকাল রোববার সন্ধ্যায় ফরিদপুর স্টেশনে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে এমন চিত্র দেখা যায়। পদ্মা সেতু দিয়ে চলাচল করা এ ট্রেনটি ঠাসাঠাসি যাত্রীতে। চেয়ার না পেয়ে অনেকে দাঁড়িয়ে থেকেই ঢাকায় ছুটে যাচ্ছেন। আবার অনেকে টিকিট না পেয়ে জরিমানা গুনেও ঢাকায় যাচ্ছেন।
রাজবাড়ী থেকে ট্রেনে উঠেছেন শহিদুল নামে এক ব্যক্তি। তিনি বলেন, দূরপাল্লার বাস ছাড়ছে না, লোকাল বাসে দুই-একটি ছাড়লেও ঠিকমতো যাত্রী না হলে ছাড়ে না। ছাড়লেও অনেক সময় লেগে যায়। তা ছাড়া অবরোধে বাসে আগুন-আতঙ্ক রয়েছে। সে ক্ষেত্রে ট্রেনেই নিরাপত্তা আছে।
অন্য এক যাত্রী বলেন, অবরোধের সময়ে ট্রেনযাত্রাই নিরাপদ। কষ্ট হলেও ঢাকায় যেতে হবে। রাজবাড়ী স্টেশন থেকে যথাসময়ে টিকিট পেলেও ঢাকায় দাঁড়িয়ে যাচ্ছি।
এভাবেই অনেকে দুই থেকে তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেই ঢাকায় যাচ্ছেন। চলমান অবরোধে ট্রেনযাত্রাকেই তাঁরা নিরাপদ মনে করছেন।
অবরোধে ট্রেনে নিরাপদ যাত্রা মনে করে ফরিদপুর স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেসে উঠেছেন আতিকুল নামে এক ব্যক্তি। চলন্ত ট্রেনে রাত ৮টার দিকে কথা হয় তাঁর সঙ্গে। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকাল থেকে টিকিটের জন্য কয়েকবার স্টেশনে এসেছি, কিন্তু টিকিট পাওয়া যায়নি। টিকিট কাউন্টার থেকে বলছে টিকিট নেই, সার্ভারে সমস্যা। এগুলো সিন্ডিকেট। এখন জরিমানা গুনে ঢাকায় যাচ্ছি। কেন টিকিট থাকবে না?’
ফরিদপুর স্টেশন থেকে ওঠা অপর এক যাত্রী বলেন, ‘আমার এক স্বজন মুমূর্ষু অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। যেভাবেই হোক ঢাকায় যেতে হবে। তাই এক দিন আগে থেকে অনলাইনে টিকিট নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কোনো টিকিট নেই। স্টেশনে এসে মাস্টারকেও বলেছি। কিন্তু তিনি আমাকে বলেন, সার্ভারে সমস্যার কারণে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, ট্রেনে উঠে যান, টিটি জরিমানা চাইলে জরিমানা দেবেন। কিন্তু নির্ধারিত ভাড়া ফরিদপুর থেকে ঢাকা পর্যন্ত ২৬৫ টাকা হলেও জরিমানা দেখিয়ে ৩৫০ টাকা আদায় করেছে।’
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ফরিদপুর স্টেশন মাস্টার তাকদির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অবরোধে ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে। এ কারণে নির্ধারিত টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। অপর দিকে সার্ভারেও সমস্যা করছে। যে কারণে অনলাইনে টিকিট থাকলেও দেওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।’
উল্লেখ্য, গত ১০ অক্টোবর পদ্মা রেল সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পয়লা নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে তিনটি ট্রেন চলাচল করছে। এর মধ্যে মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গা হয়ে রাজশাহী, সুন্দরবন এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে খুলনা এবং বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে যশোরের বেনাপোল যাচ্ছে। ট্রেনগুলো নির্ধারিত সময়ে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে