Ajker Patrika

ইউএস-বাংলা মেডিকেল কলেজে শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৬: ২০
ইউএস-বাংলা মেডিকেল কলেজে শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইউএস-বাংলা মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল রোববার মেডিকেল কলেজে এই আয়োজন করা হয়। 

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনায় অনুষ্ঠান শুরু হয়। এ সময় ভাইস প্রিন্সিপাল ডা. মো. এনায়েত করিম তৎকালীন মেডিকেল কলেজের ছাত্র নেতা তাঁর বঙ্গবন্ধুর সাহচর্যে আসার স্মৃতিচারণ করেন। তিনি বঙ্গবন্ধুর মহানুভবতা, সারল্য, দরদি, দেশ প্রেমের কিছু খণ্ড খণ্ড চিত্র তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে আবেগ আপ্লুত করে। 

আলোচনা সভায় কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন প্রধান লাইব্রেরিয়ান মো. জাকিরুল ইসলাম। এ সময় শিক্ষকদের মধ্যে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. সি. এম রেজা কোরেশী ফরহাদ, কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মো. এনায়েত করিম এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মোহাম্মদ শামসুদ্দিন। 

কলেজের অধ্যক্ষ এই শোকের দিনে বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অধ্যক্ষ মহান নেতার জীবনাদর্শের কিছু দিক তুলে ধরে তা থেকে শিক্ষা নেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রত্যয়ী হওয়ার আহ্বান জানান। পরিশেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ফিরোজ আহম্মেদ মল্লিক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত