গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার রাত একটার দিকে শ্রীপুর পৌরসভার জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নবজাতকের বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতাল ভাঙচুর করেছেন বলে অভিযোগ কর্তৃপক্ষের।
মৃত নবজাতকের বাবার নাম মো. রফিকুল ইসলাম। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামে। রফিকুল ইসলাম বর্তমানে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোলাপদীবাড়ি এলাকায় থাকেন।
নবজাতকটির বড় বোন রুবাইয়া ইসলাম বলেন, ‘২৮ তারিখ আমার মা সিমা ইসলামকে হাসপাতালে ভর্তি করি। বিকেল চারটার দিকে মায়ের সিজারের মাধ্যমে ছেলে জন্ম হয়। জন্মের পর সে অসুস্থ হয়ে পড়লে একাধিকবার হাসপাতালের চিকিৎসকদের জানালেও তাঁরা কর্ণপাত করেননি। পরে রাত ১১টার দিকে সে মারা যায়।’
হামলা ও ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দোষ চাপাতে নিজেরাই হাসপাতালের কিছু অংশের আসবাবপত্র ভাঙচুর করে।’
জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা শাকিলা শাহরিন বলেন, ‘সফলভাবে সিজার হয়। মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তাঁরা আবদ্ধ রুমে মশার কয়েল জ্বালানোর কারণে বাচ্চা মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন মশার কয়েল জ্বালাতে নিষেধ করলেও তাঁরা তা জ্বালিয়েছেন।’
জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালের সিও মো. রফিকুল ইসলাম বলেন, সিজারের পর নবজাতকের শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসকেরা ওই নবজাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু নবজাতকের স্বজনেরা তাঁদের নিয়ে যেতে দেরি করলে হাসপাতালে ওই নবজাতকের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এতে উত্তেজিত হয়ে নবজাতকের স্বজনেরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, ‘আমি মামলার সাক্ষী দিতে আদালতে রয়েছি। ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের নবজাতকের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের অভিযোগে হাসপাতালে এসেছি। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।’
গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার রাত একটার দিকে শ্রীপুর পৌরসভার জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নবজাতকের বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতাল ভাঙচুর করেছেন বলে অভিযোগ কর্তৃপক্ষের।
মৃত নবজাতকের বাবার নাম মো. রফিকুল ইসলাম। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামে। রফিকুল ইসলাম বর্তমানে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোলাপদীবাড়ি এলাকায় থাকেন।
নবজাতকটির বড় বোন রুবাইয়া ইসলাম বলেন, ‘২৮ তারিখ আমার মা সিমা ইসলামকে হাসপাতালে ভর্তি করি। বিকেল চারটার দিকে মায়ের সিজারের মাধ্যমে ছেলে জন্ম হয়। জন্মের পর সে অসুস্থ হয়ে পড়লে একাধিকবার হাসপাতালের চিকিৎসকদের জানালেও তাঁরা কর্ণপাত করেননি। পরে রাত ১১টার দিকে সে মারা যায়।’
হামলা ও ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দোষ চাপাতে নিজেরাই হাসপাতালের কিছু অংশের আসবাবপত্র ভাঙচুর করে।’
জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা শাকিলা শাহরিন বলেন, ‘সফলভাবে সিজার হয়। মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তাঁরা আবদ্ধ রুমে মশার কয়েল জ্বালানোর কারণে বাচ্চা মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন মশার কয়েল জ্বালাতে নিষেধ করলেও তাঁরা তা জ্বালিয়েছেন।’
জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালের সিও মো. রফিকুল ইসলাম বলেন, সিজারের পর নবজাতকের শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসকেরা ওই নবজাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু নবজাতকের স্বজনেরা তাঁদের নিয়ে যেতে দেরি করলে হাসপাতালে ওই নবজাতকের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এতে উত্তেজিত হয়ে নবজাতকের স্বজনেরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, ‘আমি মামলার সাক্ষী দিতে আদালতে রয়েছি। ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের নবজাতকের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের অভিযোগে হাসপাতালে এসেছি। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।’
কিশোরগঞ্জের তাড়াইলে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে টমটমবোঝাই এসব সার জব্দ করা হয়। এ সময় সার পরিবহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।
২১ মিনিট আগেযুবলীগের সাবেক কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর (৫১) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারের (৪৪) বিরুদ্ধে অবৈধভাবে ৩ কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৩ মিনিট আগেঘটনার পর ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, ১৫ দিন আগে একটি বিদেশি ফোন নম্বর থেকে কল করে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এ কারণে সন্ত্রাসীরা এসে গুলি করেছেন বলে তাঁর অভিযোগ।
১ ঘণ্টা আগেনাগরিক সমাজের অভিযোগ, হাসপাতাল, বিদ্যালয় ও শিশুপার্কসংলগ্ন ব্যস্ত এলাকায় বাণিজ্য মেলা আয়োজন সরাসরি জনস্বার্থবিরোধী। এতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হবে (হাসপাতালে যাওয়া–আসায় অসুবিধা, শব্দদূষণ), শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে
১ ঘণ্টা আগে