ঢাবি প্রতিনিধি
ছাত্ররাজনীতি প্রতিরোধের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এদিকে স্নাতক পর্যায়ে (জুলাই ২০২৩ টার্মের) অবশিষ্ট ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত এবং ৩০ মার্চ থেকে ২০ এপ্রিলের পরীক্ষাগুলোর তারিখ পুনর্নির্ধারণ করে আবার নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে একাডেমিক কাউন্সিল।
গত ২০ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষাগুলোয় কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকলে তিনি আবার পরীক্ষা দিতে চান কি না, সে বিষয়ে তাঁর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে। আবার না দিতে চাইলে কিংবা নির্ধারিত সময়ে এ বিষয়ে মতামত না দিলে ওই শিক্ষার্থীদের অংশগ্রহণ করা পরীক্ষায় প্রাপ্ত গ্রেড দেওয়া হবে। তবে তাঁরা আবার পরীক্ষা দিতে চাইলে পুনর্নির্ধারিত তারিখে নেওয়া পরীক্ষায় প্রাপ্ত গ্রেড দেওয়া হবে—বলে সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল।
ছাত্ররাজনীতি প্রতিরোধের আন্দোলনের এক সংগঠক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্ট ছাত্ররাজনীতির পক্ষে রায় দিয়েছেন। বিশ্ববিদ্যালয় আপিল করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের (শিক্ষার্থী) আইনজীবী সাজেস্ট করার সুযোগ রয়েছে। এ নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি। আপিলে শিক্ষার্থীদের প্রতিনিধিও রাখার বিষয়েও মত দেওয়া হয়। আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখলে সকল ব্যাচের সঙ্গে আলোচনা করে ক্লাসে ফিরব, তার আগে নয়। আমরা ব্যাচের প্রতিনিধির সঙ্গেও আলোচনা করছি।’
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আমাদের কী করণীয় তা ঠিক করব। পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আবার পরীক্ষার তারিখ নির্ধারণ করব।’
এদিকে বুয়েটে ছাত্ররাজনীতি ও শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে নিয়মতান্ত্রিকভাবে এগোবে বলে জানিয়েছে ছাত্রলীগ। শিক্ষার্থীরা স্বাগত জানালে সাংগঠনিক কাজ করবে ছাত্রদল। দখলদারি ও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে সচেতন করতে বুয়েট শিক্ষার্থীদের কাছে যাবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, বুয়েটের শিক্ষার্থীরাই বুয়েটে রাজনীতি করবে, সেটা তাদের (বুয়েট শিক্ষার্থী) মতামত নিয়ে করা হবে। এ ক্ষেত্রে ছাত্রলীগ তার ঐতিহ্য অনুসারে নিয়মতান্ত্রিকভাবে এগোচ্ছে, কাজ করে যাবে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজকের পত্রিকাকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম বুয়েট শিক্ষার্থীদের চরমভাবে আহত করেছে। ২০১৯ সালে বুয়েটে আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা মেরে ফেলেছে, এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাঁদের আন্দোলন ছাত্ররাজনীতির বিপক্ষে নয়, ছাত্রলীগের দখলদারি ও সন্ত্রাসী কার্যক্রমের বিপক্ষে। শিক্ষার্থীরা যদি ছাত্রদলকে স্বাগত জানায় তাহলে বুয়েটে সাংগঠনিক কাজ শুরু হবে বলে জানান তিনি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ-মার্কসবাদী) সভাপতি সালমান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘আদর্শবাদী রাজনীতির পক্ষে আমাদের অবস্থান। ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দখলদারির বিপরীতে আমাদের অবস্থান। এ নিয়ে আমরা বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করব। জাতীয় শিক্ষাক্রম নিয়ে আমরা কাজ করছি, আন্দোলন করছি, এসব বিষয় নিয়েও বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করব।’
তবে আপাতত বুয়েটে কোনো সাংগঠনিক ছাত্ররাজনীতির পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ছাত্র ফেডারেশন (গণসংহতি)। সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ যতই চাপ তৈরি করুক না কেন শিক্ষার্থীদের এ আন্দোলন সফল হবে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি আমাদের সংহতি রয়েছে। আপাতত সাংগঠনিক কার্যক্রমের কোনো পরিকল্পনা আমাদের নেই।’
উল্লেখ, গত ২৮ মার্চ মধ্যরাতে বুয়েটে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের প্রবেশকে কেন্দ্র করে ছাত্ররাজনীতি প্রতিরোধের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সাদ্দাম হোসেনকে প্রবেশে সহযোগিতা করা কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির হলের সিট বাতিল ও ঘটনা তদন্তে কমিটি গঠন করে প্রশাসন। পরে বিষয়টি নিয়ে হাইকোর্টে গেলে সিট ফেরত দিতে ও ছাত্ররাজনীতিতে নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। কিন্তু শিক্ষার্থীরা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে অপসারণ করে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিককে সেই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ছাত্ররাজনীতি প্রতিরোধের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এদিকে স্নাতক পর্যায়ে (জুলাই ২০২৩ টার্মের) অবশিষ্ট ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত এবং ৩০ মার্চ থেকে ২০ এপ্রিলের পরীক্ষাগুলোর তারিখ পুনর্নির্ধারণ করে আবার নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে একাডেমিক কাউন্সিল।
গত ২০ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষাগুলোয় কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকলে তিনি আবার পরীক্ষা দিতে চান কি না, সে বিষয়ে তাঁর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে। আবার না দিতে চাইলে কিংবা নির্ধারিত সময়ে এ বিষয়ে মতামত না দিলে ওই শিক্ষার্থীদের অংশগ্রহণ করা পরীক্ষায় প্রাপ্ত গ্রেড দেওয়া হবে। তবে তাঁরা আবার পরীক্ষা দিতে চাইলে পুনর্নির্ধারিত তারিখে নেওয়া পরীক্ষায় প্রাপ্ত গ্রেড দেওয়া হবে—বলে সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল।
ছাত্ররাজনীতি প্রতিরোধের আন্দোলনের এক সংগঠক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্ট ছাত্ররাজনীতির পক্ষে রায় দিয়েছেন। বিশ্ববিদ্যালয় আপিল করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের (শিক্ষার্থী) আইনজীবী সাজেস্ট করার সুযোগ রয়েছে। এ নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি। আপিলে শিক্ষার্থীদের প্রতিনিধিও রাখার বিষয়েও মত দেওয়া হয়। আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখলে সকল ব্যাচের সঙ্গে আলোচনা করে ক্লাসে ফিরব, তার আগে নয়। আমরা ব্যাচের প্রতিনিধির সঙ্গেও আলোচনা করছি।’
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আমাদের কী করণীয় তা ঠিক করব। পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আবার পরীক্ষার তারিখ নির্ধারণ করব।’
এদিকে বুয়েটে ছাত্ররাজনীতি ও শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে নিয়মতান্ত্রিকভাবে এগোবে বলে জানিয়েছে ছাত্রলীগ। শিক্ষার্থীরা স্বাগত জানালে সাংগঠনিক কাজ করবে ছাত্রদল। দখলদারি ও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে সচেতন করতে বুয়েট শিক্ষার্থীদের কাছে যাবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, বুয়েটের শিক্ষার্থীরাই বুয়েটে রাজনীতি করবে, সেটা তাদের (বুয়েট শিক্ষার্থী) মতামত নিয়ে করা হবে। এ ক্ষেত্রে ছাত্রলীগ তার ঐতিহ্য অনুসারে নিয়মতান্ত্রিকভাবে এগোচ্ছে, কাজ করে যাবে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজকের পত্রিকাকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম বুয়েট শিক্ষার্থীদের চরমভাবে আহত করেছে। ২০১৯ সালে বুয়েটে আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা মেরে ফেলেছে, এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাঁদের আন্দোলন ছাত্ররাজনীতির বিপক্ষে নয়, ছাত্রলীগের দখলদারি ও সন্ত্রাসী কার্যক্রমের বিপক্ষে। শিক্ষার্থীরা যদি ছাত্রদলকে স্বাগত জানায় তাহলে বুয়েটে সাংগঠনিক কাজ শুরু হবে বলে জানান তিনি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ-মার্কসবাদী) সভাপতি সালমান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘আদর্শবাদী রাজনীতির পক্ষে আমাদের অবস্থান। ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দখলদারির বিপরীতে আমাদের অবস্থান। এ নিয়ে আমরা বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করব। জাতীয় শিক্ষাক্রম নিয়ে আমরা কাজ করছি, আন্দোলন করছি, এসব বিষয় নিয়েও বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করব।’
তবে আপাতত বুয়েটে কোনো সাংগঠনিক ছাত্ররাজনীতির পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ছাত্র ফেডারেশন (গণসংহতি)। সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ যতই চাপ তৈরি করুক না কেন শিক্ষার্থীদের এ আন্দোলন সফল হবে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি আমাদের সংহতি রয়েছে। আপাতত সাংগঠনিক কার্যক্রমের কোনো পরিকল্পনা আমাদের নেই।’
উল্লেখ, গত ২৮ মার্চ মধ্যরাতে বুয়েটে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের প্রবেশকে কেন্দ্র করে ছাত্ররাজনীতি প্রতিরোধের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সাদ্দাম হোসেনকে প্রবেশে সহযোগিতা করা কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির হলের সিট বাতিল ও ঘটনা তদন্তে কমিটি গঠন করে প্রশাসন। পরে বিষয়টি নিয়ে হাইকোর্টে গেলে সিট ফেরত দিতে ও ছাত্ররাজনীতিতে নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। কিন্তু শিক্ষার্থীরা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে অপসারণ করে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিককে সেই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে