Ajker Patrika

নাশকতার ১০ বছরের পুরোনো মামলায় বিএনপি নেতা রবিউলের কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৬: ১০
নাশকতার ১০ বছরের পুরোনো মামলায় বিএনপি নেতা রবিউলের কারাদণ্ড 

নাশকতার অভিযোগে ১০ বছর আগে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিসহ ১০ জনকে দুটি ধারায় আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে এই মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫৭ জনকে খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় ঘোষণা করেন। একটি ধারায় দুই বছর ও আরেক ধারায় ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম।

সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক।

সাজাপ্রাপ্ত আসামি রবিউল কলাবাগান থানা বিএনপি নেতা ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য প্রার্থী বলে জানা গেছে। অন্যরা এলাকার স্থানীয় বিএনপি নেতা-কর্মী।

২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপি নেতা সিরাজুল ইসলামের নেতৃত্ব ৫০-৬০ জন নেতা-কর্মী সরকারের বিরুদ্ধে মিছিল সমাবেশ করেন। এ সময় তারা ককটেল বিস্ফোরণসহ এলাকায় হামলা করে গাড়ি ভাঙচুরসহ পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করেন।

এ ঘটনায় কলাবাগান থানার উপপরিদর্শক এএফএম মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হারুন উর রশিদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত