Ajker Patrika

অভাবের মধ্যে অসুস্থতা, রাজধানীতে মধ্যবয়সীর আত্মহত্যা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
অভাবের মধ্যে অসুস্থতা, রাজধানীতে মধ্যবয়সীর আত্মহত্যা

রাজধানীর উত্তরখানে অভাব অনটনের মধ্যে দীর্ঘ অসুস্থতার কারণে মধুসূদন দাস (৪৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। 

উত্তরখান মাউসাইদের কালী মন্দির সংলগ্ন দিনেশ দাসের বাড়ি থেকে আজ সোমবার বিকেল ৩টার দিকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ওই ব্যক্তি উত্তরখানের মাউসাইদের দিনেশ দাসের ছেলে। তিনি সেখানেই স্ত্রী ও ছোট সন্তান নিয়ে বসবাস করতেন। 

এলাকাবাসী জানায়, দুপুরে মধুসূদন দাসের স্ত্রী ঘরের বাইরে রান্না করছিলেন। তিনি একাই ঘরে ছিলেন। ওই সময় ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। পরে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়া গেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে মধুসূদনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাইদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, মধুসূদন দাস শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর ডায়াবেটিস, পায়ে কাটা ছিল। শরীরের ভারসাম্য রাখতে পারতেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। 

ওসি মামুন বলেন, ‘আর্থিক অনটন, রোগ বালাই ও বিভিন্ন কিছু সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত