নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বেশ কয়েকটি বাড়িতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সংকটের কারণে নিয়মিত রান্নাবান্না, গোসল এবং দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
লেক সার্কাস এলাকার বাসিন্দা ও ঢাকা মেডিকেল কলেজে কর্মরত এক চিকিৎসক টেলিফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের এলাকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সকালে সামান্য পরিমাণে সরবরাহ পেলেও দুপুর কিংবা রাতে পানির সরবরাহ পাওয়াই যাচ্ছে না। এতে নিয়মিত গোসল, রান্নাবান্না ছাড়াও দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কলাবাগান তেঁতুলতলার ওয়াসার পাম্প অপারেটরেরা জানান, তেঁতুলতলা পানির পাম্পে প্রতি মিনিটে ২ হাজার থেকে ২ হাজার ২০০ লিটার পানি ওঠার কথা। কিন্তু বর্তমানে বিদ্যুতের লোডশেডিং ও জেনারেটরে সমস্যা থাকায় পানি উঠছে মিনিটে ৭০০-৮০০ লিটার। তাঁরা আরও জানান, লেক সার্কাস এলাকার কয়েকটি বাড়িতে পানির সমস্যা রয়েছে। এলাকাবাসীদের পক্ষ থেকে পাম্পে এসে রিপোর্ট করেছিলেন। পরে তাদের এলাকা পরিদর্শন করে জানা গেছে কোনো কোনো বাড়িতে পানির লাইনের চাবি কমানো থাকছে। এ কারণে কাঙ্ক্ষিত পানি সরবরাহ দেওয়া যাচ্ছে না।
পাম্প অপারেটররা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে জেনারেটরও কাজ করছে না। লোডশেডিংয়ের সময় জেনারেটরে লোড দিলেই তা বন্ধ হয়ে যাচ্ছে। এতে পানি তোলা সম্ভব হচ্ছে না। তবে গ্রিন রোড-৪ এ নতুন আরেকটি পাম্প বসানোর চেষ্টা চলছে। সেটি স্থাপন করা হলে এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এই বিষয়ে ঢাকা ওয়াসার অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহা আজকের পত্রিকাকে জানান, কলাবাগানে পানির সংকটের বিষয়টি তাঁর নজরে নেই। তবে খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বেশ কয়েকটি বাড়িতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সংকটের কারণে নিয়মিত রান্নাবান্না, গোসল এবং দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
লেক সার্কাস এলাকার বাসিন্দা ও ঢাকা মেডিকেল কলেজে কর্মরত এক চিকিৎসক টেলিফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের এলাকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সকালে সামান্য পরিমাণে সরবরাহ পেলেও দুপুর কিংবা রাতে পানির সরবরাহ পাওয়াই যাচ্ছে না। এতে নিয়মিত গোসল, রান্নাবান্না ছাড়াও দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কলাবাগান তেঁতুলতলার ওয়াসার পাম্প অপারেটরেরা জানান, তেঁতুলতলা পানির পাম্পে প্রতি মিনিটে ২ হাজার থেকে ২ হাজার ২০০ লিটার পানি ওঠার কথা। কিন্তু বর্তমানে বিদ্যুতের লোডশেডিং ও জেনারেটরে সমস্যা থাকায় পানি উঠছে মিনিটে ৭০০-৮০০ লিটার। তাঁরা আরও জানান, লেক সার্কাস এলাকার কয়েকটি বাড়িতে পানির সমস্যা রয়েছে। এলাকাবাসীদের পক্ষ থেকে পাম্পে এসে রিপোর্ট করেছিলেন। পরে তাদের এলাকা পরিদর্শন করে জানা গেছে কোনো কোনো বাড়িতে পানির লাইনের চাবি কমানো থাকছে। এ কারণে কাঙ্ক্ষিত পানি সরবরাহ দেওয়া যাচ্ছে না।
পাম্প অপারেটররা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে জেনারেটরও কাজ করছে না। লোডশেডিংয়ের সময় জেনারেটরে লোড দিলেই তা বন্ধ হয়ে যাচ্ছে। এতে পানি তোলা সম্ভব হচ্ছে না। তবে গ্রিন রোড-৪ এ নতুন আরেকটি পাম্প বসানোর চেষ্টা চলছে। সেটি স্থাপন করা হলে এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এই বিষয়ে ঢাকা ওয়াসার অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহা আজকের পত্রিকাকে জানান, কলাবাগানে পানির সংকটের বিষয়টি তাঁর নজরে নেই। তবে খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৪ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে