নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বেশ কয়েকটি বাড়িতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সংকটের কারণে নিয়মিত রান্নাবান্না, গোসল এবং দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
লেক সার্কাস এলাকার বাসিন্দা ও ঢাকা মেডিকেল কলেজে কর্মরত এক চিকিৎসক টেলিফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের এলাকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সকালে সামান্য পরিমাণে সরবরাহ পেলেও দুপুর কিংবা রাতে পানির সরবরাহ পাওয়াই যাচ্ছে না। এতে নিয়মিত গোসল, রান্নাবান্না ছাড়াও দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কলাবাগান তেঁতুলতলার ওয়াসার পাম্প অপারেটরেরা জানান, তেঁতুলতলা পানির পাম্পে প্রতি মিনিটে ২ হাজার থেকে ২ হাজার ২০০ লিটার পানি ওঠার কথা। কিন্তু বর্তমানে বিদ্যুতের লোডশেডিং ও জেনারেটরে সমস্যা থাকায় পানি উঠছে মিনিটে ৭০০-৮০০ লিটার। তাঁরা আরও জানান, লেক সার্কাস এলাকার কয়েকটি বাড়িতে পানির সমস্যা রয়েছে। এলাকাবাসীদের পক্ষ থেকে পাম্পে এসে রিপোর্ট করেছিলেন। পরে তাদের এলাকা পরিদর্শন করে জানা গেছে কোনো কোনো বাড়িতে পানির লাইনের চাবি কমানো থাকছে। এ কারণে কাঙ্ক্ষিত পানি সরবরাহ দেওয়া যাচ্ছে না।
পাম্প অপারেটররা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে জেনারেটরও কাজ করছে না। লোডশেডিংয়ের সময় জেনারেটরে লোড দিলেই তা বন্ধ হয়ে যাচ্ছে। এতে পানি তোলা সম্ভব হচ্ছে না। তবে গ্রিন রোড-৪ এ নতুন আরেকটি পাম্প বসানোর চেষ্টা চলছে। সেটি স্থাপন করা হলে এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এই বিষয়ে ঢাকা ওয়াসার অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহা আজকের পত্রিকাকে জানান, কলাবাগানে পানির সংকটের বিষয়টি তাঁর নজরে নেই। তবে খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বেশ কয়েকটি বাড়িতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সংকটের কারণে নিয়মিত রান্নাবান্না, গোসল এবং দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
লেক সার্কাস এলাকার বাসিন্দা ও ঢাকা মেডিকেল কলেজে কর্মরত এক চিকিৎসক টেলিফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের এলাকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সকালে সামান্য পরিমাণে সরবরাহ পেলেও দুপুর কিংবা রাতে পানির সরবরাহ পাওয়াই যাচ্ছে না। এতে নিয়মিত গোসল, রান্নাবান্না ছাড়াও দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কলাবাগান তেঁতুলতলার ওয়াসার পাম্প অপারেটরেরা জানান, তেঁতুলতলা পানির পাম্পে প্রতি মিনিটে ২ হাজার থেকে ২ হাজার ২০০ লিটার পানি ওঠার কথা। কিন্তু বর্তমানে বিদ্যুতের লোডশেডিং ও জেনারেটরে সমস্যা থাকায় পানি উঠছে মিনিটে ৭০০-৮০০ লিটার। তাঁরা আরও জানান, লেক সার্কাস এলাকার কয়েকটি বাড়িতে পানির সমস্যা রয়েছে। এলাকাবাসীদের পক্ষ থেকে পাম্পে এসে রিপোর্ট করেছিলেন। পরে তাদের এলাকা পরিদর্শন করে জানা গেছে কোনো কোনো বাড়িতে পানির লাইনের চাবি কমানো থাকছে। এ কারণে কাঙ্ক্ষিত পানি সরবরাহ দেওয়া যাচ্ছে না।
পাম্প অপারেটররা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে জেনারেটরও কাজ করছে না। লোডশেডিংয়ের সময় জেনারেটরে লোড দিলেই তা বন্ধ হয়ে যাচ্ছে। এতে পানি তোলা সম্ভব হচ্ছে না। তবে গ্রিন রোড-৪ এ নতুন আরেকটি পাম্প বসানোর চেষ্টা চলছে। সেটি স্থাপন করা হলে এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এই বিষয়ে ঢাকা ওয়াসার অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহা আজকের পত্রিকাকে জানান, কলাবাগানে পানির সংকটের বিষয়টি তাঁর নজরে নেই। তবে খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
১০ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২৪ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে