Ajker Patrika

তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী নিহত

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৪: ৫৯
তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী নিহত

নরসিংদীতে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালকসহ আরও এক নারী। 

দুর্ঘটনায় নিহত ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেনি হাইওয়ে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৩৫। নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ঢাকার দিকে যাচ্ছিলেন। পাঁচদোনা বাজার এলাকা অতিক্রম করার সময় একটি তেলবাহী লরি ওই মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটির চালকসহ তিনজনই মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় অন্য দুজনও গুরুতর আহত হন। 

গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলটির চালক এবং আরও এক নারীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠান উপস্থিত লোকজন। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ওই নারীর মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

জানতে চাইলে ইটখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বলেন, ‘বেপরোয়া গতিতে তেলবাহী লরিটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মাধবদী থেকে লরিটি জব্দ করি। তবে এর চালক পালিয়ে গেছেন। আমরা নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানার চেষ্টা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত