Ajker Patrika

ইউনিয়ন পরিষদের সামনের সংযোগ সড়কে বন্যার পানি, ভোগান্তিতে মানুষ

মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ) 
ইউনিয়ন পরিষদের সামনের সংযোগ সড়কে বন্যার পানি, ভোগান্তিতে মানুষ

মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়নে যাওয়ার সড়কে বন্যার পানি থাকায় ভোগান্তিতে রয়েছে মানুষ। এদিকে আগামীকাল শনিবার থেকে চালা ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হচ্ছে। ফলে কার্ড গ্রহণ করতে যারা যাবেন তাঁদের ভোগান্তি আরও বাড়বে। 

স্থানীয়রা জানান, আগামীকাল শনিবার থেকে চালা ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিতরণ শুরু হবে। এখনো পরিষদ ভবনে যাওয়ার রাস্তায় হাঁটু পানি। এই অবস্থায় স্মার্ট কার্ড গ্রহীতারা পরিষদ ভবনে যেতে কষ্ট হবে। কার্ড গ্রহণের জন্য আসা লোকজনকে পানির মধ্যে লাইনে দাঁড়াতে হবে। অনেক বয়স্ক মানুষ আছেন, নারী আছেন যারা কার্ড গ্রহণের জন্য আসবেন, তাঁদের অবস্থা আরও খারাপ হবে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। 

চালা ইউনিয়নের বলর্দি এলাকার মুনশী সোহাগ বলেন, পরিষদের সামনে হাঁটু সমান পানি। এমন পরিস্থিতিতে স্মার্ট কার্ড গ্রহীতারা ভবনে কীভাবে যাবেন? কার্ড গ্রহণের জন্য আসা লোকজন কীভাবে লাইনে দাঁড়াবেন এই পানির ভেতর? 

বন্যার পানিতে ভোগান্তিতে মানুষ৫ নং ওয়ার্ডের রাজরা গ্রামের মেহেদী হাসান মিঠু বলেন, 'আমরা বয়সে তরুণ, আমরা যেতে পারবো কিন্তু বয়স্ক, প্রতিবন্ধী যারা আছেন তাঁরাতো পরিষদের সামনের রাস্তা দিয়ে যেতে পারবেন না। অন্য কোন জায়গা থেকে বিতরণ করলে ভালো হতো।' 

আগ্রাইল গ্রামের খন্দকার সাগর হোসেন বলেন, 'ইউনিয়ন পরিষদে সামনের রাস্তার যে অবস্থা এ সময় স্মার্ট কার্ড আনতে যাওয়া সম্ভব না।' 

সেবা গ্রহীতাদের নেওয়ার জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলম বিশ্বাস বলেন, 'পরিষদের সামনে পানি থাকায় দিয়াবাড়ি হাইস্কুল ও প্রাইমারি স্কুলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করতে চেয়ে ছিলাম, কিন্তু ব্যবস্থা হয়নি।' 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, 'কার্ড বিতরণ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দেখি কী করা যায়। আর ইউনিয়ন পরিষদে যাওয়ার রাস্তা নিচু, পানি কমে গেলে ওই সড়কটি উঁচু করা হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত