Ajker Patrika

কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ৪৭ দিন পর মরদেহ উত্তোলন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৭: ০৯
কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ৪৭ দিন পর মরদেহ উত্তোলন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শিরিনা আক্তার (৩০) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ৪৭ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। উপজেলার জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে এমন অভিযোগে মরদেহ উত্তোলন করা হয়। 

আজ শনিবার দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের সামাজিক কবরস্থান থেকে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহীর উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। 

এর আগে গত ২১ আগস্ট রাতে ওই প্রসূতির মৃত্যু হয়। পরদিন ২২ আগস্ট তাঁকে দাফন করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী শিরিনা আক্তার প্রসববেদনা নিয়ে কালীগঞ্জে জনসেবা হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে রক্তশূন্য প্রসূতি শিরিনার এবি পজিটিভ রক্তের প্রয়োজন থাকলেও তাঁকে পুশ করা হয় বি পজিটিভ রক্ত। পরে প্রসূতির অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার সময় রাস্তায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। পরে ২৪ আগস্ট র‍্যাব-১ অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করে। 

এদিকে এ ঘটনায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে গাইনি বিভাগের চিকিৎসক সানজিদা পারভীনকে আহ্বায়ক এবং ডাক্তার মুনমুন আক্তার ও অ্যানেসথেসিয়া মো. এমরানের সমন্বয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ২৪ আগস্ট রাতেই নিহতের স্বামী আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৯ জনের নামে ও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় কালীগঞ্জ জনসেবা হাসপাতালের পরিচালক, নার্স ও কর্মচারীসহ গ্রেপ্তারকৃত ছয়জনকে গাজীপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে গত ২৫ আগস্ট আদালতে আবেদন করা হয়। পরে রিমান্ড শুনানি শেষে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রাগীব নূর গ্রেপ্তারকৃতদের দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্তে অগ্রগতির জন্য গ্রেপ্তারকৃত আসামি বন্যা আক্তার (৩১) ও আশিকুর রহমানকে (২৫) আরও পাঁচ দিন জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত সেই আবেদন নামঞ্জুর করেন। 

পরে গত ১০ সেপ্টেম্বর কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমানের সুপারিশসহ মামলার তদন্ত কর্মকর্তা মামলার অধিকতর তদন্তের জন্য গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ শিরিনা বেগমের মরদেহ কবর থেকে উত্তোলনের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদালতের সিনিয়র বিচারক ইসরাত জেনিফার জেরিন গত ১৮ সেপ্টেম্বর আবেদন মঞ্জুর করে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। 

মরদেহ উত্তোলনের সময় অন্যদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান খান, স্থানীয় ইউপি সদস্য সাদিকুর রহমান, মসজিদের ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম ছাড়াও থানার আরও কয়েকজন এসআই উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহী বলেন, আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলনের পর মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত