নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে। এর মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নিয়োগ দেওয়া হয়েছে ‘চিফ হিট অফিসার’। এই পদে নিয়োগ পেয়েছে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। তাই নিয়োগ নিয়ে স্বজনপ্রীতি হয়েছে কি না অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলেছেন।
তবে সিটি করপোরেশন থেকে বলা হচ্ছে, হিট অফিসার নিয়োগে ডিএনসিসির প্রাতিষ্ঠানিক বা আর্থিক কোনো সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আর্শট-রকফেলার ফাউন্ডেশন ঢাকা উত্তরে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করার জন্য বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে।
জানা গেছে, ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসি এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে সিটি করপোরেশন এবং সংস্থাটি যৌথভাবে কাজ করবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএনসিসি মেয়রের সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিন তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানান, পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে আর্শট-রকফেলার ফাউন্ডেশন ২০২১ সাল থেকে কাজ করে যাচ্ছে। বুশরা আফরিন ছাড়াও সংস্থাটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে আরও ৭ জন নারীকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।
আক্ষেপ জানিয়ে ফরিদ উদ্দিন লেখেন, ‘সঠিক তথ্য না জানার সীমাবদ্ধতাজনিত কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু কিছু গণমাধ্যম এ নিয়োগকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়োগ হিসেবে অভিহিত করে নানান বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে। যা বাংলাদেশের জন্য দুঃখজনক।’
এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ‘বুশরা আফরিনের নিয়োগের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোন প্রকার প্রাতিষ্ঠানিক বা আর্থিক সংশ্লিষ্টতা নেই। যথাযথ যোগ্যতা যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই কেবল রকফেলার ফাউন্ডেশন তার নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে।’
এর আগে বুধবার (৩ মে) বিকেলে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিফ হিট অফিসার নিয়োগের কথা বলা হয়। ওই দিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলামও চিফ হিট অফিসার নিয়োগের কথা জানান।
ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিফ হিট অফিসার বুশরা আফরিন প্রচণ্ড গরমের মধ্যে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্ব দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিত করাসহ নতুন নতুন কাজ করবেন।
জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে। এর মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নিয়োগ দেওয়া হয়েছে ‘চিফ হিট অফিসার’। এই পদে নিয়োগ পেয়েছে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। তাই নিয়োগ নিয়ে স্বজনপ্রীতি হয়েছে কি না অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলেছেন।
তবে সিটি করপোরেশন থেকে বলা হচ্ছে, হিট অফিসার নিয়োগে ডিএনসিসির প্রাতিষ্ঠানিক বা আর্থিক কোনো সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আর্শট-রকফেলার ফাউন্ডেশন ঢাকা উত্তরে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করার জন্য বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে।
জানা গেছে, ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসি এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে সিটি করপোরেশন এবং সংস্থাটি যৌথভাবে কাজ করবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএনসিসি মেয়রের সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিন তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানান, পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে আর্শট-রকফেলার ফাউন্ডেশন ২০২১ সাল থেকে কাজ করে যাচ্ছে। বুশরা আফরিন ছাড়াও সংস্থাটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে আরও ৭ জন নারীকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।
আক্ষেপ জানিয়ে ফরিদ উদ্দিন লেখেন, ‘সঠিক তথ্য না জানার সীমাবদ্ধতাজনিত কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু কিছু গণমাধ্যম এ নিয়োগকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়োগ হিসেবে অভিহিত করে নানান বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে। যা বাংলাদেশের জন্য দুঃখজনক।’
এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ‘বুশরা আফরিনের নিয়োগের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোন প্রকার প্রাতিষ্ঠানিক বা আর্থিক সংশ্লিষ্টতা নেই। যথাযথ যোগ্যতা যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই কেবল রকফেলার ফাউন্ডেশন তার নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে।’
এর আগে বুধবার (৩ মে) বিকেলে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিফ হিট অফিসার নিয়োগের কথা বলা হয়। ওই দিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলামও চিফ হিট অফিসার নিয়োগের কথা জানান।
ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিফ হিট অফিসার বুশরা আফরিন প্রচণ্ড গরমের মধ্যে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্ব দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিত করাসহ নতুন নতুন কাজ করবেন।
আজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক...
১২ মিনিট আগেলালমনিরহাটে স্নাতকোত্তরের ব্যবহারিক পরীক্ষা দিতে এসে সন্তান জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামের এক পরীক্ষার্থী। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ছেলেসন্তান হয়। এর আগে তিনি হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন।
১৫ মিনিট আগেসাবেক মন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও তাঁদের মেয়ে এস আমরীন রাখির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
১৯ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি। বিষয়টিকে প্রশাসনের...
২৩ মিনিট আগে