Ajker Patrika

যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৫ মে ২০২৪, ১৭: ৪৪
যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকার একটি বাসায় নাহিদ মাঝি (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনেরা জানিয়েছেন। 

আজ বুধবার বেলা ৩টার দিকে ধলপুর কলস্টেরলের গলির একটি বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে নাহিদের চাচা মো. হানিফ ব্যাপারী জানান, তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার গ্রামভাটিদা গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী ধলপুরের চারতলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকে। নাহিদের বাবা মো. হারুন মাঝি প্রেসের ব্যবসা করেন। তবে নাহিদ কিছু করতেন না।

হানিফ আরও বলেন, ‘নাহিদ বেকার ছিল। বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিল। বাইরে অন্য ছেলেদের সঙ্গে মিশে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এসব বিষয় নিয়ে নাহিদের মা নাজমা বেগম নাহিদকে বকাঝকা করে। দুপুড় থেকে দরজা বন্ধ করে নিজের রুমেই ছিল নাহিদ। বেলা ৩টার দিকে নাহিদের মা নাহিদকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচিয়ে ঝুলে আছে। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী থেকে ওই যুবককে স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, বাসায় গলায় ফাঁস দিয়েছেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত