মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের একটি ভোটকেন্দ্র দখল নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে চারজন।
আজ রোববার বেলা ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বহুমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক আকবর মাতুব্বর প্রথমে ভোট দিতে বাধার সৃষ্টি করেন। পরে এই ঘটনার প্রতিবাদ করেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোসা. তাহমিনা বেগমের সমর্থক আফজাল মুন্সী। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়।
এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের সামনে জড়ো হন। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভোটকেন্দ্রে দখল নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, দুপক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। অপর শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোসা. তাহমিনা বেগম।
মাদারীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৯৩ ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা তিনজন।
মাদারীপুরের একটি ভোটকেন্দ্র দখল নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে চারজন।
আজ রোববার বেলা ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বহুমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক আকবর মাতুব্বর প্রথমে ভোট দিতে বাধার সৃষ্টি করেন। পরে এই ঘটনার প্রতিবাদ করেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোসা. তাহমিনা বেগমের সমর্থক আফজাল মুন্সী। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়।
এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের সামনে জড়ো হন। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভোটকেন্দ্রে দখল নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, দুপক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। অপর শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোসা. তাহমিনা বেগম।
মাদারীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৯৩ ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা তিনজন।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে