Ajker Patrika

বিয়ের জন্য চাপ দেওয়ায় তরুণীকে পেটানোর অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
বিয়ের জন্য চাপ দেওয়ায় তরুণীকে পেটানোর অভিযোগ

নরসিংদীর পলাশে এক তরুণীকে (১৮) তাঁর প্রেমিক লোহার শিকল দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। 

আজ রোববার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম জাহাঙ্গীর মৃধা (২০)। 

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, প্রায় দেড় বছর আগে ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের শরফত আলীর ছেলে জাহাঙ্গীর মৃধার সঙ্গে মোবাইলে রং নম্বরের মাধ্যমে পরিচয় হয়। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জাহাঙ্গীর বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। পরে বিয়ে করার জন্য চাপ দেওয়া হলে জাহাঙ্গীর তাতে রাজি হচ্ছিলেন না। উল্টো ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিতে থাকেন। রোববার দুপুরে বিয়ের বিষয়ে জাহাঙ্গীরের সিদ্ধান্ত জানতে তার বাড়িতে যান ওই তরুণী। এ সময় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর লোহার শিকল দিয়ে পিটিয়ে তাকে আহত করেন। এতে তিনি অচেতন পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এ ঘটনার প্রত্যক্ষদর্শী জিনারদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল মিয়া বলেন, ‘জিনারদী ইউনিয়নের গাবতলী গ্রামের একটি নির্জন স্থানে অজ্ঞান অবস্থায় ওই মেয়েকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী আমাকে খবর দেয়। পরে থানায় খবর দিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মেয়েটির জ্ঞান ফিরলে তাঁর পরিচয় জেনে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।’ 

এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পাশাপাশি মেয়ের পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত