নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর থেকে বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শুক্কর (১৯), মো. জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)।
মিরপুর থানা সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোক জড়ো করে মিরপুর-২ এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়—দুইটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন ও একটি চেইন স্প্রোকেট।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিজেদের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। তারা ছাত্রদলের আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে হামলার উদ্দেশ্যে স্লোগান দিয়ে পাল্টা মিছিল করছিল বলে জানায় পুলিশ।
এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
রাজধানীর মিরপুর থেকে বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শুক্কর (১৯), মো. জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)।
মিরপুর থানা সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোক জড়ো করে মিরপুর-২ এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়—দুইটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন ও একটি চেইন স্প্রোকেট।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিজেদের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। তারা ছাত্রদলের আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে হামলার উদ্দেশ্যে স্লোগান দিয়ে পাল্টা মিছিল করছিল বলে জানায় পুলিশ।
এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৮ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৬ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে