আজকের পত্রিকা ডেস্ক
ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের জন্য উচ্চ আদালতের দেওয়া নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকেরা। প্রায় তিন ঘণ্টা ধরে রাস্তা বন্ধ রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সঙ্গে আলোচনা করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী, গাবতলী, রামপুরা, তেজগাঁও মগবাজার, যাত্রাবাড়ী, মোহাম্মদপুরসহ রাজধানীর ১৩টি স্থানে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করছেন অটোরিকশার চালকেরা। তবে দুপুর পর্যন্ত বিক্ষোভ ঘিরে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটেনি।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে মহাখালী, মোহাম্মদপুর, আগারগাঁও, নাখালপাড়া এলাকায় অবস্থান নেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা, ফলে এসব এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সকাল ১০টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেওয়ার পর ঢাকার কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পরে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরাও। সেনা ও পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও সড়ক ছাড়তে নারাজ চালকেরা।
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ‘মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আগারগাঁও ও নাখালপাড়া এলাকায় সড়ক বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। তবে পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’
মহাখালী এলাকায় সড়ক অবরোধ করা ইসমাইল হোসেন নামের এক চালক আজকের পত্রিকাকে বলেন, কোনো কথা না বলে সরকার এভাবে যদি রিকশা বন্ধ করে দেয়, তাহলে আমরা কী করে খাব। যতক্ষণ পর্যন্ত রিকশা চালানোর অনুমতি না দেবে সরকার, আমরা সড়ক ছাড়ব না।’ এই রিকশাচালকের দাবি, সরকারের এক সিদ্ধান্তে অন্তত ১ লাখ মানুষ ও তাদের পরিবার না খেয়ে থাকবে।
অন্যদিকে সকাল থেকে মহাখালী, তেজগাঁওয়ের মতো মিরপুর এলাকায়ও ব্যাটারিচালিত রিকশাচালকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। মিরপুর ১০ নম্বরে সকাল ১০টার পর মিছিলটি বের হয়, পরে ১৩ নম্বরে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের বাধা দেয়। মিরপুর ১২ নম্বরে রিকশাচালকেরা সড়কে বসার চেষ্টা করলেও পুলিশ তাঁদের সেখানে দাঁড়াতে দেয়নি। এরপর তাঁরা মেট্রোরেল স্টেশনের নিচের ফুটপাতে স্লোগান দিতে থাকেন।
এর আগে উচ্চ আদালত মঙ্গলবার ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। প্যাডেলচালিত রিকশা সমিতির করা একটি রিটের পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ এ আদেশ দেয়।
আদালত জানায়, ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, তাই এটি পুরোপুরি অবৈধ।
ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের জন্য উচ্চ আদালতের দেওয়া নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকেরা। প্রায় তিন ঘণ্টা ধরে রাস্তা বন্ধ রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সঙ্গে আলোচনা করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী, গাবতলী, রামপুরা, তেজগাঁও মগবাজার, যাত্রাবাড়ী, মোহাম্মদপুরসহ রাজধানীর ১৩টি স্থানে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করছেন অটোরিকশার চালকেরা। তবে দুপুর পর্যন্ত বিক্ষোভ ঘিরে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটেনি।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে মহাখালী, মোহাম্মদপুর, আগারগাঁও, নাখালপাড়া এলাকায় অবস্থান নেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা, ফলে এসব এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সকাল ১০টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেওয়ার পর ঢাকার কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পরে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরাও। সেনা ও পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও সড়ক ছাড়তে নারাজ চালকেরা।
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ‘মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আগারগাঁও ও নাখালপাড়া এলাকায় সড়ক বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। তবে পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’
মহাখালী এলাকায় সড়ক অবরোধ করা ইসমাইল হোসেন নামের এক চালক আজকের পত্রিকাকে বলেন, কোনো কথা না বলে সরকার এভাবে যদি রিকশা বন্ধ করে দেয়, তাহলে আমরা কী করে খাব। যতক্ষণ পর্যন্ত রিকশা চালানোর অনুমতি না দেবে সরকার, আমরা সড়ক ছাড়ব না।’ এই রিকশাচালকের দাবি, সরকারের এক সিদ্ধান্তে অন্তত ১ লাখ মানুষ ও তাদের পরিবার না খেয়ে থাকবে।
অন্যদিকে সকাল থেকে মহাখালী, তেজগাঁওয়ের মতো মিরপুর এলাকায়ও ব্যাটারিচালিত রিকশাচালকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। মিরপুর ১০ নম্বরে সকাল ১০টার পর মিছিলটি বের হয়, পরে ১৩ নম্বরে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের বাধা দেয়। মিরপুর ১২ নম্বরে রিকশাচালকেরা সড়কে বসার চেষ্টা করলেও পুলিশ তাঁদের সেখানে দাঁড়াতে দেয়নি। এরপর তাঁরা মেট্রোরেল স্টেশনের নিচের ফুটপাতে স্লোগান দিতে থাকেন।
এর আগে উচ্চ আদালত মঙ্গলবার ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। প্যাডেলচালিত রিকশা সমিতির করা একটি রিটের পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ এ আদেশ দেয়।
আদালত জানায়, ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, তাই এটি পুরোপুরি অবৈধ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৫ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে