ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গিয়ে ‘ঘুষ-বাণিজ্য’ ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই কার্যালয়ের সার্ভেয়ার মো. রাইসুল ইসলাম একজন পিয়নের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের। মঙ্গলবার দুপুরে দুজন ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে ওই কার্যালয়ে যান। এ সময় শিক্ষার্থীরা সার্ভেয়ার রাইসুলকে মোবাইলে ডেকে আনেন এবং পিয়ন সোহেলকেও হাজির করে তাঁদের কাছে অতিরিক্ত টাকা দাবির বিষয়টি জানতে চান। প্রথমে ওই পিয়নকে চেনেন না বলে দাবি করেন সার্ভেয়ার রাইসুল। পরে শিক্ষার্থীদের তোপের মুখে শিকার করে রাইসুল বলেন, ‘অফিসে লোক কম থাকায় তাঁদের ব্যক্তিগতভাবে বেতন দিয়ে নানা কাজে লাগানো হয়।’ একপর্যায়ে সোহেল অতিরিক্ত টাকা দাবির বিষয়টিও শিক্ষার্থীদের সামনে স্বীকার করেন।
এ সময় শিক্ষার্থীরা ওই সার্ভেয়ারকে ঘেরাও করে রাখেন। পরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। পরে ভুক্তভোগী রাতুল শেখ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক (ডিসি) বরাবর সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেনের কাছে লিখিত অভিযোগ দেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন বলেন, ‘এ ঘটনায় আমরা একটা লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক বরাবর পাঠিয়েছি। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।’
ফরিদপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গিয়ে ‘ঘুষ-বাণিজ্য’ ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই কার্যালয়ের সার্ভেয়ার মো. রাইসুল ইসলাম একজন পিয়নের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের। মঙ্গলবার দুপুরে দুজন ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে ওই কার্যালয়ে যান। এ সময় শিক্ষার্থীরা সার্ভেয়ার রাইসুলকে মোবাইলে ডেকে আনেন এবং পিয়ন সোহেলকেও হাজির করে তাঁদের কাছে অতিরিক্ত টাকা দাবির বিষয়টি জানতে চান। প্রথমে ওই পিয়নকে চেনেন না বলে দাবি করেন সার্ভেয়ার রাইসুল। পরে শিক্ষার্থীদের তোপের মুখে শিকার করে রাইসুল বলেন, ‘অফিসে লোক কম থাকায় তাঁদের ব্যক্তিগতভাবে বেতন দিয়ে নানা কাজে লাগানো হয়।’ একপর্যায়ে সোহেল অতিরিক্ত টাকা দাবির বিষয়টিও শিক্ষার্থীদের সামনে স্বীকার করেন।
এ সময় শিক্ষার্থীরা ওই সার্ভেয়ারকে ঘেরাও করে রাখেন। পরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। পরে ভুক্তভোগী রাতুল শেখ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক (ডিসি) বরাবর সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেনের কাছে লিখিত অভিযোগ দেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন বলেন, ‘এ ঘটনায় আমরা একটা লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক বরাবর পাঠিয়েছি। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।’
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৪ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১১ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৫ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৮ মিনিট আগে