নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মকবুল নামের এক বিএনপি কর্মী মৃত্যুর ঘটনায় পল্টন থানায় করা মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মাহাবুবুল হক রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
দুপুরের পর সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। সাবের হোসেনের পক্ষে তাঁর আইনজীবী এহসানুল হক সমাজী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশের নেতা-কর্মীরা যখন জড়ো হতে থাকেন, তখন সরকারি দল আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর এজাহারনামীয় ২৫৬ জন ও অজ্ঞাতনামা প্রায় ৪০০ জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন।
এ সময় বিএনপি কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের লাঠিপেটা ও গুলি করেন। এ সময় মকবুল নামে এক বিএনপির কর্মী আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য আব্বাস আলী মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাবের হোসেন চৌধুরী এই মামলায় বর্ণিত হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, এজাহারনামীয় আসামিদের বর্তমান অবস্থান শনাক্তকরণ ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্তসহ গ্রেপ্তার করার জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মকবুল নামের এক বিএনপি কর্মী মৃত্যুর ঘটনায় পল্টন থানায় করা মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মাহাবুবুল হক রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
দুপুরের পর সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। সাবের হোসেনের পক্ষে তাঁর আইনজীবী এহসানুল হক সমাজী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশের নেতা-কর্মীরা যখন জড়ো হতে থাকেন, তখন সরকারি দল আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর এজাহারনামীয় ২৫৬ জন ও অজ্ঞাতনামা প্রায় ৪০০ জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন।
এ সময় বিএনপি কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের লাঠিপেটা ও গুলি করেন। এ সময় মকবুল নামে এক বিএনপির কর্মী আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য আব্বাস আলী মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাবের হোসেন চৌধুরী এই মামলায় বর্ণিত হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, এজাহারনামীয় আসামিদের বর্তমান অবস্থান শনাক্তকরণ ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্তসহ গ্রেপ্তার করার জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে