আধুনিক ও দক্ষ চিকিৎসা দেওয়ার প্রত্যয় নিয়ে গতকাল সোমবার ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস বাংলাদেশ বিভাগের আয়োজনে ঢাকার ঐতিহ্যবাহী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সমাবর্তন অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া। সার্বিক পরিচালনা করেন প্রফেসর ডা. সৌমিত্র সরকার।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘ভালো ডাক্তার হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। কেউ ইচ্ছা করে ভুল করে না, চিকিৎসকদের মানবিক ও সতর্ক হয়ে চিকিৎসা দিতে হবে।’
বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশের নামকরা চিকিৎসকেরা অত্যাধুনিক অস্ত্রোপচারের কৌশল এবং চিকিৎসাক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনবিষয়ক তথ্য উপস্থাপন করেন। সায়েন্টিফিক সেমিনারে বক্তব্য রাখেন ডা. মো. মাহবুব আলম, ডা. মো. নাজমুল হক মাসুম, প্রফেসর মো. ফাজাল নাসের, প্রফেসর ডা. সালমা রউফ, প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম এবং প্রফেসর মো. শাহ-আলম।
সায়েন্টিফিক সেমিনারের পর অত্যাধুনিক অস্ত্রোপচারের ও চিকিৎসা নিয়ে সম্মানিত আইসিএস বাংলাদেশ প্যানেলিস্টদের গভীরভাবে বিশ্লেষণ ও আলোচনা করেন। প্যানেলিস্ট হিসেবে ছিলেন প্রফেসর মো. সানোয়ার হোসেন, প্রফেসর মো. আফজাল হোসেন, প্রফেসর মেজর ডা. লাইলা আঞ্জুমান বানু, প্রফেসর এ কে এম আনোয়ারুল ইসলাম, প্রফেসর ডা. আসরাফুল ইসলাম এবং প্রফেসর ডা. সারদার এ নাইম।
এ ছাড়া কনভোকেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডা. এ বি ম খুরশিদ আলম, প্রফেসর ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রফেসর ডা. মো মজিবর রহমান। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস বাংলাদেশ সেকশনের নতুন ফেলোদের কনভেনশন ও সার্টিফিকেট প্রদান করা হয়।
আধুনিক ও দক্ষ চিকিৎসা দেওয়ার প্রত্যয় নিয়ে গতকাল সোমবার ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস বাংলাদেশ বিভাগের আয়োজনে ঢাকার ঐতিহ্যবাহী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সমাবর্তন অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া। সার্বিক পরিচালনা করেন প্রফেসর ডা. সৌমিত্র সরকার।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘ভালো ডাক্তার হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। কেউ ইচ্ছা করে ভুল করে না, চিকিৎসকদের মানবিক ও সতর্ক হয়ে চিকিৎসা দিতে হবে।’
বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশের নামকরা চিকিৎসকেরা অত্যাধুনিক অস্ত্রোপচারের কৌশল এবং চিকিৎসাক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনবিষয়ক তথ্য উপস্থাপন করেন। সায়েন্টিফিক সেমিনারে বক্তব্য রাখেন ডা. মো. মাহবুব আলম, ডা. মো. নাজমুল হক মাসুম, প্রফেসর মো. ফাজাল নাসের, প্রফেসর ডা. সালমা রউফ, প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম এবং প্রফেসর মো. শাহ-আলম।
সায়েন্টিফিক সেমিনারের পর অত্যাধুনিক অস্ত্রোপচারের ও চিকিৎসা নিয়ে সম্মানিত আইসিএস বাংলাদেশ প্যানেলিস্টদের গভীরভাবে বিশ্লেষণ ও আলোচনা করেন। প্যানেলিস্ট হিসেবে ছিলেন প্রফেসর মো. সানোয়ার হোসেন, প্রফেসর মো. আফজাল হোসেন, প্রফেসর মেজর ডা. লাইলা আঞ্জুমান বানু, প্রফেসর এ কে এম আনোয়ারুল ইসলাম, প্রফেসর ডা. আসরাফুল ইসলাম এবং প্রফেসর ডা. সারদার এ নাইম।
এ ছাড়া কনভোকেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডা. এ বি ম খুরশিদ আলম, প্রফেসর ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রফেসর ডা. মো মজিবর রহমান। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস বাংলাদেশ সেকশনের নতুন ফেলোদের কনভেনশন ও সার্টিফিকেট প্রদান করা হয়।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে