Ajker Patrika

নাঈমের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাঈমের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রিট

সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় নিহত নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুতে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়েছে। 

আজ রোববার ‘জন অধিকার ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের নির্বাহী পরিচালক পারভীন আক্তার জনস্বার্থে এ রিট করেন। সড়ক পরিবহন সচিব, এলজিআরডি সচিব, বিআরটিসির চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ পাঁচজনকে রিটে বিবাদী করা হয়েছে। 

রিটে নাঈমের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। 

আবেদনে দৈনিক আজকের পত্রিকা, প্রথম আলো, ইত্তেফাক ও সংবাদে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানা গেছে। 

এর আগে গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ি নাঈম হাসানকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজধানী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত