Ajker Patrika

সখীপুরে স্ত্রীর মামলায় ছাত্রলীগের সাবেক নেতা কারাগারে 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে স্ত্রীর মামলায় ছাত্রলীগের সাবেক নেতা কারাগারে 

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর মামলায় ছাত্রলীগের সাবেক নেতা সাগর ইসলাম সিজারকে (২৭) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার থানা–পুলিশ তাঁকে আদালতে হাজির করে, শুনানি শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে শহরের ৬ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

সিজার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সিজারকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্ত্রী সানজিদা আক্তারকে (২২) যৌতুকের জন্য প্রায়ই মারধর করত সিজার। এ নিয়ে উভয় পরিবারের দ্বন্দ্ব চলছিল। গত ২০ মে স্ত্রী সানজিদা আক্তার তাঁর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এলে সিজার তাকে যৌতুকের জন্য মারধর করেন। পরে ওই দিন রাতেই যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে স্বামীসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন সানজিদা আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত