উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁরই ছোট ভাই। আহত যুবক এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে জানা গেছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
পরে আহত দুই ভাইকে উদ্ধার করে পথচারীরা উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে তার ছোট ভাইকে উন্নতচিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
নিহতের নাম মো. দেলোয়ার (৩০)। আহত হয়েছেন তাঁরই ছোট ভাই মো. আনোয়ার (২৬)। তাঁরা ময়মনসিংহের পাগলা উপজেলার বড়ই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, ঢাকা মেট্রো ন-১৫-৩১৫০ নম্বরের একটি পিকআপ ভ্যানে মালামাল নিয়ে তাঁরা ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। সেখানে মালামালের সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে দু-তিনজন ছিনতাইকারী মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দেলোয়ার ও আনোয়ার ছিনতাইকারীকে ধরে ফেলেন। তখন ছিনতাইকারীদের সঙ্গে তাঁদের দুজনের মহাসড়কে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত ও একজন আহতের ঘটনার বিস্তারিত আমার জানা নেই। আপনি ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিদুল ইসলামের সঙ্গে কথা বলত পারেন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা-মাসহ তাঁরা দুই ভাই এবং আরও কয়েকজন ডেমরা থেকে পিকআপ ভ্যানে করে মালামাল নিয়ে ময়মনসিংহে যাচ্ছিলেন। এ সময় পথে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর আহত ছোট ভাই ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।’ এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁরই ছোট ভাই। আহত যুবক এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে জানা গেছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
পরে আহত দুই ভাইকে উদ্ধার করে পথচারীরা উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে তার ছোট ভাইকে উন্নতচিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
নিহতের নাম মো. দেলোয়ার (৩০)। আহত হয়েছেন তাঁরই ছোট ভাই মো. আনোয়ার (২৬)। তাঁরা ময়মনসিংহের পাগলা উপজেলার বড়ই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, ঢাকা মেট্রো ন-১৫-৩১৫০ নম্বরের একটি পিকআপ ভ্যানে মালামাল নিয়ে তাঁরা ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। সেখানে মালামালের সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে দু-তিনজন ছিনতাইকারী মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দেলোয়ার ও আনোয়ার ছিনতাইকারীকে ধরে ফেলেন। তখন ছিনতাইকারীদের সঙ্গে তাঁদের দুজনের মহাসড়কে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত ও একজন আহতের ঘটনার বিস্তারিত আমার জানা নেই। আপনি ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিদুল ইসলামের সঙ্গে কথা বলত পারেন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা-মাসহ তাঁরা দুই ভাই এবং আরও কয়েকজন ডেমরা থেকে পিকআপ ভ্যানে করে মালামাল নিয়ে ময়মনসিংহে যাচ্ছিলেন। এ সময় পথে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর আহত ছোট ভাই ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।’ এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাতপরিচয় (৪০) অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় অবস্থিত একটি জাহাজভাঙা কারখানার পাশ থেকে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে দ্রুতগামী পিকআপের সংঘর্ষে পাঁচ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরও দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে নগরের আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদে অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। তাঁর ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।
২ ঘণ্টা আগে