শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে ভাঙা স্থান দিয়ে সব ট্রেন ধীরগতিতে চলাচল করছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনে ফাটল দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর অংশের ৩৪০ নম্বর পিলারের কাছাকাছি একটি স্লিপারের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। দেবে গেছে একটি স্লিপার। একপাশে হেলে পড়েছে লাইন। ট্রেন চলাচলের সময় ফাটল অংশ ওপর-নিচ থেকে দেখা যায়। জামালপুর কমিউটার ও আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন দুটি ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।
ঢাকা-ময়মনসিংহ রেলপথের দায়িত্বে থাকা গফরগাঁওয়ের প্রকৌশলী বিভাগের মিস্ত্রি সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, রেললাইনে ফাটলের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে স্লিপারের নিচে একটি কাঠের অংশ দিয়ে লাইন সমতল করা হচ্ছে। পাশাপাশি ভাঙা অংশ মেরামতের জন্য নতুন লাইন বসানোর প্রক্রিয়া চলছে। আধুনিক প্রযুক্তি না থাকায় মেরামতের কাজ করতে অনেক সময় অপচয় হয়।
কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাফর আহমেদ বলেন, ‘রেললাইনে ফাটল দেখা দেওয়ার কারণে সব ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী ট্রেন চলাচল করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য প্রকৌশলী বিভাগের সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে ভাঙা স্থান দিয়ে সব ট্রেন ধীরগতিতে চলাচল করছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনে ফাটল দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর অংশের ৩৪০ নম্বর পিলারের কাছাকাছি একটি স্লিপারের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। দেবে গেছে একটি স্লিপার। একপাশে হেলে পড়েছে লাইন। ট্রেন চলাচলের সময় ফাটল অংশ ওপর-নিচ থেকে দেখা যায়। জামালপুর কমিউটার ও আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন দুটি ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।
ঢাকা-ময়মনসিংহ রেলপথের দায়িত্বে থাকা গফরগাঁওয়ের প্রকৌশলী বিভাগের মিস্ত্রি সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, রেললাইনে ফাটলের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে স্লিপারের নিচে একটি কাঠের অংশ দিয়ে লাইন সমতল করা হচ্ছে। পাশাপাশি ভাঙা অংশ মেরামতের জন্য নতুন লাইন বসানোর প্রক্রিয়া চলছে। আধুনিক প্রযুক্তি না থাকায় মেরামতের কাজ করতে অনেক সময় অপচয় হয়।
কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাফর আহমেদ বলেন, ‘রেললাইনে ফাটল দেখা দেওয়ার কারণে সব ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী ট্রেন চলাচল করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য প্রকৌশলী বিভাগের সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে।’
চেক প্রতারণার মামলায় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন
৫ মিনিট আগেলক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা মো. আব্বাস পাটওয়ারী (৩০) নিহত হয়েছেন। নিহত আব্বাস পাটওয়ারী নোয়াখালীর সেনবাগ কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে রামগতির হাজিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান ইউসুফ খান পাঠানকে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার গভীর রাতে প্রকাশ করা ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, এক অজ্ঞাতপরিচয় যুবক ইউসুফের দুই হাত চেপে ধরে রেখেছেন।
৮ মিনিট আগেফরিদপুরে ফরিদ খান (৫০) নামের এক কৃষক অপহরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘটনার এক সপ্তাহ পরে পুলিশ তাঁকে উদ্ধার করেছে। পুলিশ দাবি করছে, জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে ওই কৃষক স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এ ছাড়া উদ্ধার কৃষক বলেছেন, বোনের দেনার টাকা পরিশোধের জন্য অপর এক ব্যক্তির মাধ্যমে
১২ মিনিট আগে