নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়িচাপায় নিহত আহসান কবির খানের পরিবারকে সহায়তা দেবে ডিএনসিসি। মৃত্যুর প্রায় ছয় মাস পর অবশেষে কবিরের দুই সন্তানের পড়ালেখা (মাস্টার্স/সমমানের ডিগ্রি) শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে অফিস আদেশও দেওয়া হয়েছে।
রোববার ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশ বলা হয়, আহসান কবির খানের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে মেয়র আতিকুল ইসলামের নির্দেশে তাঁর সন্তানদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সন্তানদের মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া আহসান কবির খানের স্ত্রী নাদিরা পারভিনের অনুকূলে আর্থিক অনুদান ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। এই অনুদান ২৫ নভেম্বর ২০২১ হতে কার্যকর করা হয়।
গত বছরের ২৫ নভেম্বর পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়িচাপায় নিহত হন সংবাদকর্মী আহসান কবির খান। দুর্ঘটনার পর অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। তবে দুর্ঘটনার প্রায় দুই মাসেও কবিরের পরিবারকে কোনো সহযোগিতা না করায় গত ২৩ জানুয়ারি আজকের পত্রিকায় ‘কবিরের পরিবার পেল শুধু কথা ও প্রতিশ্রুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে নড়েচড়ে বসে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এ বিষয়ে কবির খানের স্ত্রী নাদিরা পারভিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটির মৃত্যুতে আমরা অসহায় জীবন-যাপন করছি। সিটি করপোরেশন প্রথম দিকে এগিয়ে না এলেও এখন প্রতি মাসে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের পরিবারের জন্য সহায়ক হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়িচাপায় নিহত আহসান কবির খানের পরিবারকে সহায়তা দেবে ডিএনসিসি। মৃত্যুর প্রায় ছয় মাস পর অবশেষে কবিরের দুই সন্তানের পড়ালেখা (মাস্টার্স/সমমানের ডিগ্রি) শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে অফিস আদেশও দেওয়া হয়েছে।
রোববার ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশ বলা হয়, আহসান কবির খানের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে মেয়র আতিকুল ইসলামের নির্দেশে তাঁর সন্তানদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সন্তানদের মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া আহসান কবির খানের স্ত্রী নাদিরা পারভিনের অনুকূলে আর্থিক অনুদান ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। এই অনুদান ২৫ নভেম্বর ২০২১ হতে কার্যকর করা হয়।
গত বছরের ২৫ নভেম্বর পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়িচাপায় নিহত হন সংবাদকর্মী আহসান কবির খান। দুর্ঘটনার পর অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। তবে দুর্ঘটনার প্রায় দুই মাসেও কবিরের পরিবারকে কোনো সহযোগিতা না করায় গত ২৩ জানুয়ারি আজকের পত্রিকায় ‘কবিরের পরিবার পেল শুধু কথা ও প্রতিশ্রুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে নড়েচড়ে বসে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এ বিষয়ে কবির খানের স্ত্রী নাদিরা পারভিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটির মৃত্যুতে আমরা অসহায় জীবন-যাপন করছি। সিটি করপোরেশন প্রথম দিকে এগিয়ে না এলেও এখন প্রতি মাসে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের পরিবারের জন্য সহায়ক হবে।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৭ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪০ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪৪ মিনিট আগে