Ajker Patrika

নিহত কবিরের পরিবারকে সহায়তা দিতে ডিএনসিসির অফিস আদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২২, ১৯: ৪৯
নিহত কবিরের পরিবারকে সহায়তা দিতে ডিএনসিসির অফিস আদেশ 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়িচাপায় নিহত আহসান কবির খানের পরিবারকে সহায়তা দেবে ডিএনসিসি। মৃত্যুর প্রায় ছয় মাস পর অবশেষে কবিরের দুই সন্তানের পড়ালেখা (মাস্টার্স/সমমানের ডিগ্রি) শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে অফিস আদেশও দেওয়া হয়েছে। 

রোববার ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশ বলা হয়, আহসান কবির খানের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে মেয়র আতিকুল ইসলামের নির্দেশে তাঁর সন্তানদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সন্তানদের মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া আহসান কবির খানের স্ত্রী নাদিরা পারভিনের অনুকূলে আর্থিক অনুদান ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। এই অনুদান ২৫ নভেম্বর ২০২১ হতে কার্যকর করা হয়।

গত বছরের ২৫ নভেম্বর পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়িচাপায় নিহত হন সংবাদকর্মী আহসান কবির খান। দুর্ঘটনার পর অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। তবে দুর্ঘটনার প্রায় দুই মাসেও কবিরের পরিবারকে কোনো সহযোগিতা না করায় গত ২৩ জানুয়ারি আজকের পত্রিকায় ‘কবিরের পরিবার পেল শুধু কথা ও প্রতিশ্রুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে নড়েচড়ে বসে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এ বিষয়ে কবির খানের স্ত্রী নাদিরা পারভিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটির মৃত্যুতে আমরা অসহায় জীবন-যাপন করছি। সিটি করপোরেশন প্রথম দিকে এগিয়ে না এলেও এখন প্রতি মাসে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের পরিবারের জন্য সহায়ক হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত