Ajker Patrika

শিক্ষক উৎপলের গ্রামের বাড়িতে মাতম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২২, ২০: ২৮
শিক্ষক উৎপলের গ্রামের বাড়িতে মাতম

শিক্ষক উৎপল কুমার সরকারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুরের এলংজানীতে মাতম চলছে। তাঁকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

উৎপল কুমার সরকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজি ইউনুস আলী স্কুল ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তিনি উল্লাপাড়ার এলংজানী গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১০ বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন।

উৎপলের পরিবারের দাবি, উৎপল ওই প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময় উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের শাসন ও বিচার করতেন। এর জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

উৎপলের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁর মা গীতা রানীসহ স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে একপর্যায়ে মূর্ছা যান মা। অকালে সন্তান হারানোর শোক কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এ সময় উৎপল হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উৎপলের ছোট ভাইয়ের স্ত্রী মলি রানী সরকার বলেন, শিক্ষার্থীদের শাসন করায় যদি এভাবে এক একজন শিক্ষককে হত্যা করা হয়, তাহলে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর শৃঙ্খলা থাকবে না। নষ্ট হবে শিক্ষার পরিবেশ। তিনি তাঁর ভাশুরের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শনিবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের ফুটবল খেলা হচ্ছিল। উৎপল সরকার মাঠের এক পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেটের স্টাম্প দিয়ে উৎপলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত