উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শিক্ষক উৎপল কুমার সরকারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুরের এলংজানীতে মাতম চলছে। তাঁকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।
উৎপল কুমার সরকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজি ইউনুস আলী স্কুল ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তিনি উল্লাপাড়ার এলংজানী গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১০ বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন।
উৎপলের পরিবারের দাবি, উৎপল ওই প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময় উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের শাসন ও বিচার করতেন। এর জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
উৎপলের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁর মা গীতা রানীসহ স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে একপর্যায়ে মূর্ছা যান মা। অকালে সন্তান হারানোর শোক কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এ সময় উৎপল হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উৎপলের ছোট ভাইয়ের স্ত্রী মলি রানী সরকার বলেন, শিক্ষার্থীদের শাসন করায় যদি এভাবে এক একজন শিক্ষককে হত্যা করা হয়, তাহলে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর শৃঙ্খলা থাকবে না। নষ্ট হবে শিক্ষার পরিবেশ। তিনি তাঁর ভাশুরের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শনিবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের ফুটবল খেলা হচ্ছিল। উৎপল সরকার মাঠের এক পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেটের স্টাম্প দিয়ে উৎপলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
শিক্ষক উৎপল কুমার সরকারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুরের এলংজানীতে মাতম চলছে। তাঁকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।
উৎপল কুমার সরকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজি ইউনুস আলী স্কুল ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তিনি উল্লাপাড়ার এলংজানী গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১০ বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন।
উৎপলের পরিবারের দাবি, উৎপল ওই প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময় উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের শাসন ও বিচার করতেন। এর জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
উৎপলের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁর মা গীতা রানীসহ স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে একপর্যায়ে মূর্ছা যান মা। অকালে সন্তান হারানোর শোক কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এ সময় উৎপল হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উৎপলের ছোট ভাইয়ের স্ত্রী মলি রানী সরকার বলেন, শিক্ষার্থীদের শাসন করায় যদি এভাবে এক একজন শিক্ষককে হত্যা করা হয়, তাহলে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর শৃঙ্খলা থাকবে না। নষ্ট হবে শিক্ষার পরিবেশ। তিনি তাঁর ভাশুরের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শনিবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের ফুটবল খেলা হচ্ছিল। উৎপল সরকার মাঠের এক পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেটের স্টাম্প দিয়ে উৎপলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
‘এই যে ভাই ব্রাশ ২০ টাকা, মাত্র ২০ টাকা। ব্র্যান্ডের ব্রাশ ২০ টাকা।’—রাজধানীর গুলিস্তানের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে বেজে চলছে পথচারীদের উদ্দেশে হ্যান্ডমাইকের রেকর্ড। পাশের ভ্যান গাড়িতে থাকা ভ্রাম্যমাণ আরেক দোকান থেকে ভেসে আসছে, ‘গার্মেন্টস আইটেম পাচ্ছেন মাত্র ১০০ টাকা, গেঞ্জি পাচ্ছেন ১০০ টাকা...
৪ ঘণ্টা আগেচাঁদপুরের ফরিদগঞ্জে দুই দুগ্ধ সমিতির সদস্যদের মধ্যে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনেকে ঋণের টাকায় দুধ উৎপাদনের গাভি না কিনে কোরবানিতে বিক্রির জন্য ষাঁড় কিনেছেন। কেউ অন্য ব্যবসায় টাকা বিনিয়োগ করেছেন। কেউ আবার অন্যের গোয়ালঘর দেখিয়ে ঋণ নিয়েছেন।
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে হাজারো সমর্থকের ঘেরাওয়ের মুখে পড়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়িতে সদর মডেল থানা পুলিশ অভিযানে যায়।
৪ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুরে জেলা প্রশাসনঘোষিত সময়সীমা না মেনে কোনো কোনো ব্যবসায়ী অপরিপক্ব আম পাড়া শুরু করেছেন বলে জানা গেছে। এসব আম বেশির ভাগই পাঠানো হচ্ছে ঢাকায়। কিছু কিছু বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারে।
৪ ঘণ্টা আগে