প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর স্ত্রীর কাছ থেকে জিনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তার হওয়া তিন জিনের বাদশার মধ্যে দুজন টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।
তিন দিনের রিমান্ড শেষে সোমবার (৭ জুন) টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা হাসনাতের আদালতে তাদের হাজির করলে ৩ সহোদরের মধ্যে মিজান ও আলম টাকা নেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু মন্টু মিয়া নামের আরেক জন স্বীকার করেননি। আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই মো. আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, উপজেলা চেয়ারম্যানের স্ত্রী মনোয়ারা বেগম (৬০) দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন। গত ১৫ মার্চ রাত আনুমানিক সোয়া ১১টায় ডিশ লাইনে ‘৪৩ ভিডিও চ্যানেল’ নামে স্থানীয় একটি চ্যানেলে চিকিৎসার চটকদার বিজ্ঞাপন দেখেন। এরপর যোগাযোগের জন্য বিজ্ঞাপনের নিচে প্রদর্শন করা একাধিক মোবাইল নম্বরে যোগাযোগ করেন। তাদের সঙ্গে কথা বলে তার বিশ্বাস জন্মায়। বিবাদীরা জিনের বাদশা পরিচয় দিয়ে জিনের মাধ্যমে চিকিৎসা করানোর কথা বলেন। পরে কৌশলে মহিষ, কাপড়চোপড় দেওয়ার অজুহাতে গত তিন মাসে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ১৫ লাখ ৯৯ হাজার টাকা হাতিয়ে নেন।
বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে চেয়ারম্যানের মেয়ে খালেদা আক্তার গত ২৩ মে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মির্জাপুর থানায় মামলা করেন। এরপর চেয়ারম্যানের স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করা প্রতারকেদের একাধিক ফোন নম্বর ও টাকা গ্রহণের বিকাশ নম্বরের খোঁজে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারকদের অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ। পরে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা থেকে গত শুক্রবার প্রতারক তিন ভাইকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হলে দুজন দোষ স্বীকার করেন এবং অন্যজন দোষ স্বীকার করেননি। আদালত ৩ জনকেই জেলহাজতে প্রেরণ করেছেন বলে জানান তিনি।
মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর স্ত্রীর কাছ থেকে জিনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তার হওয়া তিন জিনের বাদশার মধ্যে দুজন টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।
তিন দিনের রিমান্ড শেষে সোমবার (৭ জুন) টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা হাসনাতের আদালতে তাদের হাজির করলে ৩ সহোদরের মধ্যে মিজান ও আলম টাকা নেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু মন্টু মিয়া নামের আরেক জন স্বীকার করেননি। আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই মো. আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, উপজেলা চেয়ারম্যানের স্ত্রী মনোয়ারা বেগম (৬০) দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন। গত ১৫ মার্চ রাত আনুমানিক সোয়া ১১টায় ডিশ লাইনে ‘৪৩ ভিডিও চ্যানেল’ নামে স্থানীয় একটি চ্যানেলে চিকিৎসার চটকদার বিজ্ঞাপন দেখেন। এরপর যোগাযোগের জন্য বিজ্ঞাপনের নিচে প্রদর্শন করা একাধিক মোবাইল নম্বরে যোগাযোগ করেন। তাদের সঙ্গে কথা বলে তার বিশ্বাস জন্মায়। বিবাদীরা জিনের বাদশা পরিচয় দিয়ে জিনের মাধ্যমে চিকিৎসা করানোর কথা বলেন। পরে কৌশলে মহিষ, কাপড়চোপড় দেওয়ার অজুহাতে গত তিন মাসে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ১৫ লাখ ৯৯ হাজার টাকা হাতিয়ে নেন।
বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে চেয়ারম্যানের মেয়ে খালেদা আক্তার গত ২৩ মে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মির্জাপুর থানায় মামলা করেন। এরপর চেয়ারম্যানের স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করা প্রতারকেদের একাধিক ফোন নম্বর ও টাকা গ্রহণের বিকাশ নম্বরের খোঁজে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারকদের অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ। পরে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা থেকে গত শুক্রবার প্রতারক তিন ভাইকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হলে দুজন দোষ স্বীকার করেন এবং অন্যজন দোষ স্বীকার করেননি। আদালত ৩ জনকেই জেলহাজতে প্রেরণ করেছেন বলে জানান তিনি।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে