গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন বাঙ্গালগাছ এলাকায় দুই সহোদরকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁদের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে গাজীপুর মহানগরের সদর থানায় মামলাটি করেন।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জিয়াউল ইসলাম বলেন, আজ দুপুরে নিহত শফিকুল ইসলাম ও শুকুর আলীর বাবা মো. আবুল কাশেমের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ পরিদর্শক পর্যায়ের এক কর্মকর্তাকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, মামলার বাদী মো. আবুল কাশেম তাঁর পরিবার নিয়ে মহানগরীর ভুরুলিয়া এলাকার আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকেন। তাঁর চার ছেলে—আল-আমিন (৩৫), আমিরুল (৩২), শফিকুল ইসলাম (২৫) ও শুকুর আলী (২২) তাঁর সঙ্গেই বসবাস করেন। তাঁরা ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
গতকাল শুক্রবার তিন ছেলে আমিরুল, শফিকুল ও শুকুর আলী ভুরুলিয়া এলাকার একটি মাছের প্রজেক্টে সারা দিন মাছ ধরে বিকেলে বাসায় ফিরে আসেন। পরে শফিকুল ও শুকুর আলী সন্ধ্যায় বাড়ির বাইরে যান। এ সময় শফিকুলের স্ত্রী সুমা আক্তার কোথায় যান জানতে চাইলে তাঁকে জানান, পাওয়া টাকা আনতে বাঙ্গালগাছ বাঁশবাজার এলাকায় যাচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জনৈক ফাইজুল ইসলাম রুবেল বাসায় এসে জানান, বাঙ্গালগাছ গ্রামের বাঁশবাজারের তিন রাস্তার মোড়ে শফিকুল ও শুকুর আলীকে মারধর করছে। খবর পেয়ে পরিবারের লোকজন তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে শফিকুল ও শুকুর আলীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা জানান, পৌনে ৭ থেকে সোয়া ৭টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁদের দুজনকে মারধর করে ফেলে রেখে গেছে। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান জানান, ঘটনার পরপরই এক অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন বাঙ্গালগাছ এলাকায় দুই সহোদরকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁদের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে গাজীপুর মহানগরের সদর থানায় মামলাটি করেন।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জিয়াউল ইসলাম বলেন, আজ দুপুরে নিহত শফিকুল ইসলাম ও শুকুর আলীর বাবা মো. আবুল কাশেমের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ পরিদর্শক পর্যায়ের এক কর্মকর্তাকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, মামলার বাদী মো. আবুল কাশেম তাঁর পরিবার নিয়ে মহানগরীর ভুরুলিয়া এলাকার আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকেন। তাঁর চার ছেলে—আল-আমিন (৩৫), আমিরুল (৩২), শফিকুল ইসলাম (২৫) ও শুকুর আলী (২২) তাঁর সঙ্গেই বসবাস করেন। তাঁরা ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
গতকাল শুক্রবার তিন ছেলে আমিরুল, শফিকুল ও শুকুর আলী ভুরুলিয়া এলাকার একটি মাছের প্রজেক্টে সারা দিন মাছ ধরে বিকেলে বাসায় ফিরে আসেন। পরে শফিকুল ও শুকুর আলী সন্ধ্যায় বাড়ির বাইরে যান। এ সময় শফিকুলের স্ত্রী সুমা আক্তার কোথায় যান জানতে চাইলে তাঁকে জানান, পাওয়া টাকা আনতে বাঙ্গালগাছ বাঁশবাজার এলাকায় যাচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জনৈক ফাইজুল ইসলাম রুবেল বাসায় এসে জানান, বাঙ্গালগাছ গ্রামের বাঁশবাজারের তিন রাস্তার মোড়ে শফিকুল ও শুকুর আলীকে মারধর করছে। খবর পেয়ে পরিবারের লোকজন তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে শফিকুল ও শুকুর আলীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা জানান, পৌনে ৭ থেকে সোয়া ৭টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁদের দুজনকে মারধর করে ফেলে রেখে গেছে। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান জানান, ঘটনার পরপরই এক অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৩ মিনিট আগে