গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
গত ১৪ নভেম্বর থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। গত শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে আজ বৃহস্পতিবার লাগাতার সড়ক অবরোধে যাত্রী ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অপরদিকে, জিরানী এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল থেকে জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছেন।
অবরোধ করায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও বিভিন্ন যানের চালকেরা ভোগান্তিতে পড়েছেন। ব্যাটারিচালিত রিকশায় যাতায়াত করছেন মানুষ। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প পথ গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ করছে। এই অবস্থায় সড়ক সচল করার দাবি জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছেন। ওই কারখানার শ্রমিকেরা সপ্তাহ খানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। এক মাসের বকেয়া বেতন দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের আন্দোলন টানা এক সপ্তাহ অতিক্রম করল। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অবরোধ গত শুক্রবার ব্যতীত প্রতিদিন সকালে শুরু হয়ে সারা দিন শেষে রাতে গিয়ে শেষ হচ্ছে।
হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকেরা জানান, গতকাল বুধবার ভোর ৬টার দিকে কারখানার সামনে বাস চাপায় তিন শ্রমিক আহত হন। এর প্রতিবাদে তারা ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। প্রথম দিনে ১১টার দিকে সেনা সদস্যরা ও শিল্প পুলিশ এসে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। কিন্তু এরপরও কারখানার শ্রমিকেরা আজ সড়কে নেমেছে।
চন্দ্রা-নবীনগর মহাসড়কের উভয় অবরোধ করা স্থানে গিয়ে সেনাসদস্য, শিল্প পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।
শিল্প পুলিশ জানায়, সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বিভিন্ন কারখানার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর ব্যাংক হিসাবও জব্দ করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। প্রতি মাসেই শ্রমিকেরা আন্দোলন করে বেতন আদায় করছেন। গত কয়েক মাসের মতো চলতি মাসেও অক্টোবরের বেতনের দাবিতে গত ১৪ নভেম্বর থেকে শ্রমিকেরা আন্দোলন শুরু করেছেন। শ্রমিকদের বেতন দেওয়ার জন্য সরকার বেক্সিমকোকে ঋণ দিয়েছে, ২২ তারিখ তাঁদের বেতন দেওয়া হবে এমন আশ্বাসের পরও শ্রমিকেরা সড়ক ছাড়তে রাজি হননি।
জিএমপি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। শ্রমিকেরা সড়ক থেকে চলে গেলে যান স্বাভাবিক হতে পারে।
এ দিকে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের অবরোধ চলায় নিরাপত্তা ও বিভিন্ন কারণে আশপাশের ১৬টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে বেক্সিমকো গ্রুপের সব কারখানা আগে থেকেই বন্ধ রয়েছে। হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানা, ডরিন গ্রুপের ডরিন গার্মেন্টস লিমিটেড, ডরিন অ্যাপারেলস, ডরিন ফ্যাশন লিমিটেড, অটোটেক্স লিমিটেড, উত্তরা নিটওয়্যার লিমিটেড, নর্দান ফ্যাশন লিমিটেড, আইরিশ ফেব্রিকস লিমিটেড, রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড, অনুপম সোয়েটার লিমিটেড, তুরাগ গার্মেন্টস লিমিটেড আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
গত ১৪ নভেম্বর থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। গত শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে আজ বৃহস্পতিবার লাগাতার সড়ক অবরোধে যাত্রী ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অপরদিকে, জিরানী এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল থেকে জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছেন।
অবরোধ করায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও বিভিন্ন যানের চালকেরা ভোগান্তিতে পড়েছেন। ব্যাটারিচালিত রিকশায় যাতায়াত করছেন মানুষ। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প পথ গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ করছে। এই অবস্থায় সড়ক সচল করার দাবি জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছেন। ওই কারখানার শ্রমিকেরা সপ্তাহ খানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। এক মাসের বকেয়া বেতন দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের আন্দোলন টানা এক সপ্তাহ অতিক্রম করল। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অবরোধ গত শুক্রবার ব্যতীত প্রতিদিন সকালে শুরু হয়ে সারা দিন শেষে রাতে গিয়ে শেষ হচ্ছে।
হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকেরা জানান, গতকাল বুধবার ভোর ৬টার দিকে কারখানার সামনে বাস চাপায় তিন শ্রমিক আহত হন। এর প্রতিবাদে তারা ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। প্রথম দিনে ১১টার দিকে সেনা সদস্যরা ও শিল্প পুলিশ এসে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। কিন্তু এরপরও কারখানার শ্রমিকেরা আজ সড়কে নেমেছে।
চন্দ্রা-নবীনগর মহাসড়কের উভয় অবরোধ করা স্থানে গিয়ে সেনাসদস্য, শিল্প পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।
শিল্প পুলিশ জানায়, সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বিভিন্ন কারখানার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর ব্যাংক হিসাবও জব্দ করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। প্রতি মাসেই শ্রমিকেরা আন্দোলন করে বেতন আদায় করছেন। গত কয়েক মাসের মতো চলতি মাসেও অক্টোবরের বেতনের দাবিতে গত ১৪ নভেম্বর থেকে শ্রমিকেরা আন্দোলন শুরু করেছেন। শ্রমিকদের বেতন দেওয়ার জন্য সরকার বেক্সিমকোকে ঋণ দিয়েছে, ২২ তারিখ তাঁদের বেতন দেওয়া হবে এমন আশ্বাসের পরও শ্রমিকেরা সড়ক ছাড়তে রাজি হননি।
জিএমপি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। শ্রমিকেরা সড়ক থেকে চলে গেলে যান স্বাভাবিক হতে পারে।
এ দিকে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের অবরোধ চলায় নিরাপত্তা ও বিভিন্ন কারণে আশপাশের ১৬টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে বেক্সিমকো গ্রুপের সব কারখানা আগে থেকেই বন্ধ রয়েছে। হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানা, ডরিন গ্রুপের ডরিন গার্মেন্টস লিমিটেড, ডরিন অ্যাপারেলস, ডরিন ফ্যাশন লিমিটেড, অটোটেক্স লিমিটেড, উত্তরা নিটওয়্যার লিমিটেড, নর্দান ফ্যাশন লিমিটেড, আইরিশ ফেব্রিকস লিমিটেড, রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড, অনুপম সোয়েটার লিমিটেড, তুরাগ গার্মেন্টস লিমিটেড আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২৩ মিনিট আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৪ ঘণ্টা আগে