নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অনুষ্ঠান করায় সৌদি আরবের কারাগারে আটক আট বাংলাদেশি প্রবাসীর মুক্তির দাবি জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চেয়েছেন।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে ‘ভুক্তভোগী পরিবারবর্গ’–এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী একজনের পরিবারের সদস্য মো. নুরুল কবির লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও অকুণ্ঠ সমর্থন ছিল। তারই ধারাবাহিকতায় সরকারের পতনের পর দেশ এবং দেশের বাইরে সব বাংলাদেশি বিজয় উল্লাসে মেতে ওঠেন। ঠিক তেমনিভাবে সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় মাহাইল থানা–পুলিশ। ওই আটজন গত ২৩ দিন ধরে সৌদি আরবের কারাগারে বন্দী।
সৌদি পুলিশের হাতে আটক হওয়া প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন—চট্টগ্রামের বাঁশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ রহমতুল্লাহ, মো. খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিম উল ইসলাম, মাওলানা ইউসুফ ও বান্দরবান থানার মো. আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃতদের অধিকাংশই সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আটকদের মধ্যে জয়নাল আবেদীনের পাঁচটি চেইন শপ, সেলিম উল ইসলামের পেট্রলপাম্প, সুপার শপ এবং অন্যদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি রয়েছে যেখানে প্রায় তিন শতাধিক বাংলাদেশি চাকরিরত রয়েছে।
আটককৃতদের দেশে ফেরত পাঠানো হলে আট পরিবারসহ তাঁদের ওপর নির্ভরশীল তিন শতাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে। সেই সঙ্গে দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অনুষ্ঠান করায় সৌদি আরবের কারাগারে আটক আট বাংলাদেশি প্রবাসীর মুক্তির দাবি জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চেয়েছেন।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে ‘ভুক্তভোগী পরিবারবর্গ’–এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী একজনের পরিবারের সদস্য মো. নুরুল কবির লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও অকুণ্ঠ সমর্থন ছিল। তারই ধারাবাহিকতায় সরকারের পতনের পর দেশ এবং দেশের বাইরে সব বাংলাদেশি বিজয় উল্লাসে মেতে ওঠেন। ঠিক তেমনিভাবে সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় মাহাইল থানা–পুলিশ। ওই আটজন গত ২৩ দিন ধরে সৌদি আরবের কারাগারে বন্দী।
সৌদি পুলিশের হাতে আটক হওয়া প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন—চট্টগ্রামের বাঁশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ রহমতুল্লাহ, মো. খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিম উল ইসলাম, মাওলানা ইউসুফ ও বান্দরবান থানার মো. আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃতদের অধিকাংশই সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আটকদের মধ্যে জয়নাল আবেদীনের পাঁচটি চেইন শপ, সেলিম উল ইসলামের পেট্রলপাম্প, সুপার শপ এবং অন্যদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি রয়েছে যেখানে প্রায় তিন শতাধিক বাংলাদেশি চাকরিরত রয়েছে।
আটককৃতদের দেশে ফেরত পাঠানো হলে আট পরিবারসহ তাঁদের ওপর নির্ভরশীল তিন শতাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে। সেই সঙ্গে দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে।
গাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৪ সালে। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। তবে রয়ে গেছে নানান সংকট। ২০১৮ সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবলসংকট ও অবকাঠামোর অভাবে সেটি আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলছে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফলে পুরোনো ভবনে
৩ ঘণ্টা আগেআমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ক্যারেটের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে বাড়তি লোকসানের মুখে পড়েছেন আমচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্যারেট ব্যবসায়ীরা। আর নজরদারি বাড়ানোর কথা বলেছে প্রশাসন।
৩ ঘণ্টা আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকি
৩ ঘণ্টা আগেঢাকা মহানগরে নতুন ২১টি বাস রুটের অনুমোদন দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি (আরটিসি)। তবে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী নতুন রুট অনুমোদনের আগে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) মতামত বা সুপারিশ নেওয়া বাধ্যতামূলক হলেও তা পুরো আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে