Ajker Patrika

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নির্বাচন অফিসার নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১০: ৫১
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নির্বাচন অফিসার নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল মামুন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উত্তরা থানার সহকারী নির্বাচন অফিসার ছিলেন।

বুধবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আল মামুনের শ্যালক সাইফুল ইসলাম বলেন, আল মামুন উত্তরা থানার সহকারী নির্বাচন অফিসার ছিলেন। মোহাম্মদপুর তাজমহল রোডের বাসায় স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।

সাইফুল ইসলাম বলেন, রাতে অফিস থেকে মোটরসাইকেলযোগে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন। বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার শিকার হন। পরে পথচারীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে জানাতে পারেননি তিনি।

আল মামুনের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার আমলী গ্রামে। বাবার নাম মো. শামসুল হক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত